এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি বলে, শিশুবান্ধব বিচারব্যবস্থা প্রতিষ্ঠায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যেখানে শিশুদের অধিকার ও কল্যাণের প্রতি গুরুত্ব দেয়া হবে।
Published : 25 Mar 2025, 05:37 PM
অন্তবর্তী সরকার শিশুদের জন্য পৃথক আদালত প্রতিষ্ঠার যে সিদ্ধান্ত নিয়েছে, তাকে স্বাগত জানিয়েছে জাতিসংঘের শিশু তহবিল-ইউনিসেফ।
হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি বলে, শিশুবান্ধব বিচারব্যবস্থা প্রতিষ্ঠায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যেখানে শিশুদের অধিকার ও কল্যাণের প্রতি গুরুত্ব দেয়া হবে।
এ প্রসঙ্গে বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স বলেন, “অনেকে ক্ষেত্রে দেখা যায়, যেখানে শিশুর সমাজকল্যাণ ব্যবস্থার আওতায় সহায়তা প্রয়োজন, সেখানে তাকে ফৌজদারি বিচারের আওতায় আনা হচ্ছে। সেই প্রেক্ষিতে একটি শিশুবান্ধব ব্যবস্থা পাওয়া, পুনর্বাসনের প্রতিটি সুযোগ কাজে লাগানোর বিষয়টি নিশ্চিত করার ক্ষেত্রে এটি এক ধাপ এগিয়ে যাওয়া। এটা এমন একটা ব্যবস্থা যেখানে শাস্তি দেওয়া নয়, পুনর্বাসনের লক্ষ্যে কাজ করা হবে।”
তিনি আরো বলেন, “এই উদ্যোগ ২০২৪-এর গ্রীষ্মে তরুণেরা ন্যায়বিচার এবং আরও ন্যায্য একটি ব্যবস্থা গড়ে তোলার যে সাহসী দাবি তুলেছিল তারই ফলশ্রুতিতে এসেছে। ইউনিসেফ বাংলাদেশ সরকারকে এটা নিশ্চিত করার জন্য সহায়তা করে যাবে যেন শিশু ও তরুণদের নির্বিচারে আটক করা না হয়। অথবা তাদেরকে পরিবার থেকে বিচ্ছিন্ন করা না হয়।”
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নে সহায়তার লক্ষ্যে সরকার, বিচার বিভাগ, সুশীল সমাজ ও তরুণদের সঙ্গে কাজ করতে ইউনিসেফ প্রতিশ্রুতিবদ্ধ।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।