জীব বৈচিত্র্য রক্ষায় যে কোনো জিনিসের পুনর্ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন।
Published : 10 Jul 2024, 08:03 PM
পৃথিবী থেকে প্রতিনিয়ত অনেক প্রাণী হারিয়ে যাচ্ছে। জীব বৈচিত্র্য রক্ষার্থে এসব প্রাণিকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা আমাদের দায়িত্ব।
বলা হয়ে থাকে, জীব বৈচিত্র্য ধ্বংসের জন্য সবচেয়ে বেশি দায়ী মানুষ। তাই আমরা সচেতন হলেই প্রাণী ও পরিবেশ রক্ষা পাবে। এজন্য বিলুপ্তপ্রায় প্রাণী রক্ষায় আমাদের সচেতন হওয়ার বিকল্প নেই।
আমি মনে করি, বিপন্নপ্রায় প্রাণী রক্ষায় আমাদের প্রথম উদ্যোগ হতে পারে পানির অপচয় রোধ ও পানি দূষণ বন্ধ করা। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পানি ব্যবহার বৃদ্ধি ও পানি দূষণ সমস্যা বেড়ে চলছে। মানুষ যদি যথাযথ ভাবে পানির ব্যবহার করতে পারে তাহলে পানির অপচয় রোধ করা সম্ভব। পানির অপচয় ও দূষণের ফলে জলজ জীবের উপর প্রভাব পড়ে। পানি দূষণের ফলে অনেক জলজ প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যেতে পারে।
জীব বৈচিত্র্য রক্ষায় যে কোনো জিনিসের পুনর্ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন। সম্ভব হলে একই জিনিস বার বার না কিনে পুনর্ব্যবহার করতে পারি। প্লাস্টিক পরিবেশের জন্য ক্ষতিকর তাই আমরা যথাসম্ভব প্লাস্টিকের ব্যবহার এড়িয়ে চলার চেষ্টা করব। পরিবেশের জন্য যেসব পদার্থ হুমকিস্বরূপ তার পরিবর্তে পরিবেশবান্ধব পদার্থ ব্যবহার করতে পারি।
বিপন্ন প্রজাতি রক্ষায় আইনের ভূমিকাও কম নয় বলে আমি মনে করি। প্রাণী শিকার ও পাচার প্রতিরোধের জন্য আইনের যথাযথ প্রয়োগ করতে হবে। বন্য প্রাণী রক্ষায় বন বিভাগকেও আরও উদ্যোগী হতে হবে।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: কুড়িগ্রাম।