'প্রতিটি ক্লাসেই পাঠদান চলছে। শিক্ষার্থীর উপস্থিতিও রয়েছে'
Published : 15 Aug 2024, 01:44 PM
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে দেশের সব প্রাথমিক বিদ্যালয় পূর্ণোদ্যমে শ্রেণি কার্যক্রম চালু করেছে।
এর আগে সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলোতে শ্রেণি কার্যক্রম চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়।
কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার কয়েকটি প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা যায়, প্রতিটি ক্লাসেই পাঠদান চলছে। শিক্ষার্থীর উপস্থিতিও রয়েছে।
প্রতিবেদকের বয়স: ১০। জেলা: কুড়িগ্রাম।