শুক্রবার শুরু হয় এই আয়োজন।
Published : 09 Feb 2025, 08:52 PM
ময়মনসিংহে তরুণ উদ্যোক্তাদের নিয়ে দুই দিনব্যাপী ‘ফুড ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত হয়েছে।
জেলা শহরে জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চ-২ এ ফেইসবুক ভিত্তিক একটি সংগঠনের উদ্যোগে এই আয়োজন করা হয়। যেখানে অংশ নেয় প্রায় ৫০টি স্টল।
শুক্রবার শুরু হওয়া এই আয়োজনে দোকানিরা পিঠাপুলি, সন্দেশ, চা, মোমো, ঘরে তৈরি কেকসহ হরেক পদের খাবারের পসরা সাজিয়ে বসে। পাশাপাশি পোশাক, গহনা আর হস্তশিল্পের নানা পণ্যের স্টলও ছিল এখানে।
আয়োজকেরা জানান, তরুণ উদ্যোক্তারাই মূলত এই আয়োজনে অংশ নিয়েছে। যাদের অধিকাংশই অনলাইনে তাদের ব্যবসা পরিচালনা করেন। তাদের ক্ষুদ্র ব্যবসাকে আরও বেশি মানুষের কাছে পরিচিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: ময়মনসিংহ।