এসময় বক্তারা শিশু আইন-২০১৩, শিশু অধিকার ও শিশু সহায়তায় সরকারের নানা উদ্যোগ সম্পর্কিত তথ্যাদি নিয়ে আলোচনা করেন।
Published : 11 Jun 2024, 06:49 PM
নীলফামারীর ডোমার উপজেলায় শিশু অধিকার বিষয়ক ‘ক্যাম্পেইন- ১০৯৮’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলার ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই অনুষ্ঠান হয়।
চাইল্ড সেনসিটিভ সোশ্যাল প্রটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি) প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় এই ক্যাম্পেইনের আয়োজন করে উপজেলা সমাজসেবা কার্যালয়।
অনুষ্ঠানে ডোমার উপজেলার সমাজসেবা কর্মকর্তা মো. ফিরোজুল ইসলাম, সমাজ কর্মী আসমাউল হাসান, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. জাবেদুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা শিশু আইন-২০১৩, শিশু অধিকার ও শিশু সহায়তায় সরকারের নানা উদ্যোগ সম্পর্কিত তথ্যাদি নিয়ে আলোচনা করেন।
প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: নীলফামারী।