মসজিদটি নির্মাণের সময়কাল নিয়ে নানা তথ্য পাওয়া গেলেও, সকলেই স্বীকার করেন সম্রাট আলাউদ্দিন হোসেন শাহের আমলে এটি নির্মাণ করা হয়।
Published : 12 Jun 2024, 08:39 PM
পুরনো স্থাপত্য নিদর্শনের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে উচাইল শংকরপাশা শাহী মসজিদ। হবিগঞ্জ সদর উপজেলার রাজিউরা ইউনিয়নের শংকরপাশা গ্রামে এই মসজিদের অবস্থান।
মসজিদটি নির্মাণের সময়কাল নিয়ে নানা তথ্য পাওয়া গেলেও, সকলেই স্বীকার করেন সম্রাট আলাউদ্দিন হোসেন শাহের আমলে এটি নির্মাণ করা হয়।
মসজিদটি নির্মাণের দায়িত্বে ছিলেন সম্রাটের প্রশাসনিক কর্মকর্তা মজলিস আমিন। মসজিদের পাশেই তার সমাধি রয়েছে।
লাল ইটের তৈরি এই মসজিদের স্থাপত্যশৈলী অত্যন্ত চমৎকার। দেয়ালে পোড়ামাটির নকশা মুগ্ধ করে দর্শনার্থীদের। মসজিদের অন্যতম স্থাপত্য বৈশিষ্ট্য হলো এর চারটি গম্বুজ। এর মধ্যে তিনটি ছোট ও একটি বড়।
মসজিদের দক্ষিণ পাশে একটি দিঘী আছে।
স্থানীয়রা জানান, অসাধারণ এই স্থাপনাটি দেখতে দূর-দূরান্তের অনেকেই এখানে আসেন।
প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: হবিগঞ্জ।