পিঠা উৎসবের পাশাপাশি ছিল সাংস্কৃতিক আয়োজনও। যেখানে শিক্ষক ও শিক্ষার্থীরা নানা পরিবেশনায় অংশ নেয়।
Published : 08 Feb 2025, 06:48 PM
দেশীয় ঐতিহ্যকে শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে পিঠা উৎসবের আয়োজন করেছে ময়মনসিংহের নাসিরাবাদ কলেজ।
শনিবার কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই আয়োজনে প্রতিষ্ঠানটির উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা নানা ধরনের পিঠার স্টল দেয়।
পিঠা উৎসবের পাশাপাশি ছিল সাংস্কৃতিক আয়োজনও। যেখানে শিক্ষক ও শিক্ষার্থীরা নানা পরিবেশনায় অংশ নেয়।
অনুষ্ঠানের সমন্বয়ক ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক এ. টি. এম. শফিকুল ইসলাম হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা আমাদের ঐতিহ্যকে আরও গভীরভাবে উপলব্ধি করতে পারবে এবং তাদের সৃজনশীলতা প্রকাশের সুযোগ পাবে বলে আমি মনে করি।”
পিঠা উৎসবে অংশ নেওয়া বিভিন্ন বিভাগের স্টলগুলোর মধ্যে গণিত বিভাগ প্রথম স্থান অধিকার করে। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় এই আয়োজন।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: ময়মনসিংহ।