হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই চিকিৎসক বলেন, “বাল্যবিয়ের কারণে নারীরা প্রসবকালীন মৃত্যুঝুঁকি ও প্রজনন স্বাস্থ্য সমস্যাসহ নানা ধরনের জটিলতার মুখোমুখি হয়।”
Published : 10 Jul 2024, 07:57 PM
বাল্যবিয়ে কিশোরীদের প্রসবকালীন ঝুঁকি বাড়ায় বলে জানিয়েছেন নীলফামারী ডোমার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক মো. রায়হান বারী।
হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই চিকিৎসক বলেন, “বাল্যবিয়ের কারণে নারীরা প্রসবকালীন মৃত্যুঝুঁকি ও প্রজনন স্বাস্থ্য সমস্যাসহ নানা ধরনের জটিলতার মুখোমুখি হয়।”
নীলফামারীর ডোমার উপজেলায় বাল্যবিয়ের প্রবণতা বেশি উল্লেখ করে এই নিয়ে হতাশা প্রকাশ করেন এই চিকিৎসক।
তিনি বলেন, বাল্যবিয়ের শিকার মায়ের মৃত্যুঝুঁকি প্রাপ্ত বয়স্ক মায়ের তুলনায় অন্তত চার গুণ।
বাবা মা সচেতন হলেই বাল্যবিয়ে বন্ধ করা সম্ভব হবে বলে মনে করেন তিনি।
ডা. রায়হান বারী বলেন, “বাল্যবিয়ে প্রতিরোধ করার জন্য আমাদের সব শ্রেণির মানুষকে সচেতন করতে হবে। বুঝাতে হবে, বাল্যবিয়ের ক্ষতিকর দিকগুলো।
“সরকারি-বেসরকারি উদ্যোগে সচেতনতা মূলক কার্যক্রম বেশি বেশি পরিচালনা করতে হবে। মা বাবা সচেতন হলেই বাল্যবিয়ে প্রতিরোধে করা সম্ভব, না হলে সম্ভব নয়।”
প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: নীলফামারী।