আয়োজকরা বলেন, “যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এই আয়োজন করা হয়েছে।”
Published : 11 Jun 2024, 06:44 PM
নেত্রকোণায় তরুণদের অংশগ্রহণে হয়ে গেল সংস্কৃতি চর্চা বিষয়ক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
২৫ মে জেলার বিএনপিএস সংলগ্ন খেলার মাঠে বেসরকারি সংস্থা আইইডির সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগ এই আয়োজন করে।
এসময় অনুষ্ঠানে উপস্থিত তরুণ তরুণীরা উপস্থিত বক্তৃতা, কুইজ ও ক্রীড়া প্রতিযোগিতাতেও অংশ নেয়।
এতে প্রধান অতিথি ছিলেন নেত্রকোণা পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনউদ্যোগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর।
আয়োজকরা বলেন, “যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এই আয়োজন করা হয়েছে।”
পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: নেত্রকোণা।