প্রতিযোগিতায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে সেরা আবৃত্তিকার হিসেবে পাঁচ জন করে প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়।
Published : 12 Nov 2024, 07:14 PM
কবি সুকান্ত ভট্টাচার্যের স্মরণে রাজধানীতে হয়ে গেল নির্বাচিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতা।
সোমবার গুলিস্তানের জাতীয় গ্রন্থকেন্দ্রে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
প্রতিযোগিতায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে সেরা আবৃত্তিকার হিসেবে পাঁচ জন করে প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়। বিজয়ীরা পেয়েছেন সনদ, বই ও প্রাইজমানি।
প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম। বিচারক ছিলেন কবি ও সাংবাদিক শাহনাজ মুন্নী এবং শাহনেওয়াজ সরকার।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।