এই গাছের নিচে প্রতি বছর পহেলা বৈশাখে মেলা বসে।
Published : 16 Mar 2025, 08:13 PM
কুড়িগ্রামের পুরোনো এক শিমুল গাছ দেখতে দূর-দূরান্ত থেকেও আসছে মানুষ। স্থানীয়দের মুখে মুখে প্রচলিত, গাছটি ৫০০ বছরের পুরোনো।
জেলার ফুলবাড়ী উপজেলা সদর থেকে তিন কিলোমিটার দূরে কুটিচন্দ্রখানা গ্রামে গাছটির অবস্থান।
গ্রামের মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, আট শতক জমির উপর দাঁড়িয়ে থাকা প্রায় ১৫০ ফুট লম্বা গাছটির গোড়ার পরিধি ৫০ ফুটেরও বেশি। এই গাছের নিচে প্রতি বছর পহেলা বৈশাখে মেলা বসে। এছাড়াও সনাতন ধর্মাবলম্বীদের অনেকে গাছের গোড়ায় পূজা অর্চনা করে থাকেন। গাছটিকে ঘিরে মানুষের মুখে মুখে নানা কল্পকাহিনিও শোনা যায়।
শিমুল গাছ দেখতে আসা এক দর্শনার্থী হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা কুড়িগ্রামে যারা বসবাস করি অনেকদিন ধরে শুনে আসছি ফুলবাড়ী উপজেলায় বিশাল একটি শিমুল গাছ রয়েছে। তা আজ দেখে অবাক হয়েছি। দেখে যেটা মনে হল এমন গাছ বাংলাদেশে মনে হয় নেই।”
এ প্রসঙ্গে কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা নাসির উদ্দীরে সঙ্গে কথা বলে হ্যালোর প্রতিবেদক।
উদ্ভিদবিদ্যা বিভাগের এ শিক্ষক বলছিলেন, “শিমুল গাছ এ অঞ্চলের আবহাওয়ায় বেশি জন্মায়। এমন প্রাচীন গাছ প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে। গাছটির সৌন্দর্যবর্ধনে ব্যবস্থা নেবে স্থানীয় প্রশাসন এমটাই প্রত্যাশা আমার।”
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: কুড়িগ্রাম।