আমি সাধারণত ডায়েরিতে ছক এঁকে টু-ডু লিস্ট তৈরি করি।
Published : 16 Jan 2025, 07:51 PM
আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ। তাই শিক্ষক ও অভিভাবকরা আমাদেরকে প্রতিটি সময় অত্যন্ত সচেতনতার সঙ্গে ব্যয় করার পরামর্শ দেন।
সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করার জন্য আমার কাছে গুরুত্বপূর্ণ একটি রসদের নাম টু-ডু লিস্ট। এর মানে হল, করণীয় তালিকা বা যে কাজগুলো আমাকে করতে হবে এর তালিকা।
এটি মূলত এক ধরনের চার্ট বা তালিকা অনুসরণ করি, যেখানে দিন, তারিখ ও সময়ের সঙ্গে মিল রেখে প্রতিদিনের করণীয় কাজগুলো টুকে রাখি।
এছাড়াও যদি বেশ আগে থেকে কোনো কাজের পরিকল্পনা করি তাহলে যেদিন কাজটি সম্পাদন করব বলে ভেবে রাখি সে দিনের পাতায় তা লিখে রাখি।
টু-ডু লিস্ট অনুসরণের ফলে আমি প্রতিদিনের সময়টাকে নির্দিষ্ট কয়েকটি ভাগে বিভক্ত করি এবং একেকটি সময়কে একেকটি কাজের জন্য বেছে নিই।
এটি আমার কাছে পূর্ব পরিকল্পনার খসড়ার মত। টু-ডু লিস্ট আমাকে সময়ের অপচয় রোধ করতে সহযোগিতা করে।
আমি সাধারণত ডায়েরিতে ছক এঁকে টু-ডু লিস্ট তৈরি করি। এছাড়াও কখনো কখনো মোবাইল অ্যাপ ব্যবহার করেও টু-ডু লিস্ট তৈরি করি।
প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: ঢাকা।