Published : 09 Mar 2025, 09:47 PM
খবরের কাগজ খুললেই শিশুদের প্রতি নিষ্ঠুরতার ঘটনা চোখে পড়ে। যা আমাদের সমাজে শিশুদের নিরাপত্তা অভাবের কঠিন বাস্তবতাকে তুলে ধরে।
কিছুদিন আগে মাগুরায় আট বছরের এক শিশুকে পাশবিক নির্যাতনের শিকার হতে হয়েছে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে। বর্তমানে শিশুটি চিকিৎসাধীন। এই ঘটনা বেশি আলোচিত হলেও আরও অনেক ঘটনা থেকে যায় আলোচনার বাইরে।
গাজীপুরের একটি ঘটনাও আমার নজরে এসেছে। সেখানে শিশুকে নির্যাতনের পর অভিযুক্ত যুবক তার ভিডিও ধারণ করে। এছাড়াও ঠাকুরগাঁওয়ে এক শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে।
এসব ঘটনা নিঃসন্দেহে আমাদের সমাজ ও বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে। আমাদের ব্যর্থতাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়।
আমাদের সমাজে কোনো মেয়ে নির্যাতনের শিকার হলে তার পক্ষে খুব কম মানুষই কথা বলে। উল্টো বলা হয়, তোমার পোশাক ঠিক ছিল না বলে এমন হয়েছে। ভুক্তভোগীকে সহানুভূতি দেখানোর বদলে অপবাদ দেওয়া হয়।
মাগুরা, গাজীপুর বা ঠাকুরগাঁওয়ের ঘটনা নতুন কিছু নয়। বছরের পর বছর এসব ঘটনা ঘটেই চলেছে। এসব ঘটনার বেশিরভাগই আড়ালে থেকে যায়, যা বিচারের মুখ দেখে না। ফলে অপরাধীরা পার পেয়ে যায় এবং আরও বড় অপরাধ করতে সাহস পায়।
তবে উপরের তিনটি ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। তবে এখানেই থেমে থাকলে হবে না। শিশুদের নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: ঢাকা।