জলবায়ু পরিবর্তনের এই সমস্যাগুলো সমাধানের জন্য আমাদের সচেতন হতে হবে এবং পরিবেশ রক্ষায় কাজ করতে হবে।
Published : 13 Nov 2024, 07:28 PM
বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণে প্রকৃতিতে নানা পরিবর্তন দেখা যাচ্ছে। এসব পরিবর্তন আমাদের পরিবেশ, জীবজগত এবং মানুষের জীবনযাত্রায় বড় প্রভাব ফেলছে।
পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। এতে করে গরমের সময় স্বাভাবিকের চেয়ে বেশি গরম অনুভূত হচ্ছে এবং শীতের সময় তেমন ঠাণ্ডা থাকছে না। আবার কখনো কখনো তীব্র শীত পড়ছে। বর্ষাকালে দেখা যায় বৃষ্টির দেখা নেই কিন্তু এরপর হঠাৎ ভারি বৃষ্টির দেখা মেলে। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের ফলই এগুলো। যা আমাদের জীবনকে দিন দিন অনেক বেশি কঠিন করে তুলছে।
জলবায়ু পরিবর্তন একটি স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু মনুষ্যসৃষ্ট কারণে এটি এত দ্রুত পরিবর্তন হচ্ছে যা ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারখানা থেকে ধোঁয়া ও বর্জ্য নির্গমন, গাছ কাটা এবং জ্বালানি পোড়ানোর ফলে বায়ুমণ্ডলে গ্রিন হাউজ গ্যাস বেড়ে যাচ্ছে, যা পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে তুলছে। বাংলাদেশেও এর প্রভাব খুব স্পষ্ট।
আমরা ঘূর্ণিঝড়, বন্যা এবং খরার মতো প্রাকৃতিক দুর্যোগ বাড়তে দেখছি। এসব দুর্যোগে গ্রামের মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, আবার শহরের মানুষের উপর ভিন্নভাবে এর প্রভাব আসছে। অতিরিক্ত গরম আর অনিয়মিত বৃষ্টির কারণে ফসল উৎপাদনেও সমস্যা হচ্ছে, যা খাবারের অভাব তৈরি করতে পারে।
বনভূমি উজাড়, অপরিকল্পিত নগরায়ন, এবং প্লাস্টিকসহ নানা রাসায়নিক বর্জ্যের কারণে আমাদের পরিবেশ বিষাক্ত হয়ে যাচ্ছে। এসব দূষণের ফলে শিশুদের স্বাস্থ্যেও খারাপ প্রভাব পড়ছে।
জলবায়ু পরিবর্তনের এই সমস্যাগুলো সমাধানের জন্য আমাদের সচেতন হতে হবে এবং পরিবেশ রক্ষায় কাজ করতে হবে। আমরা যদি এখনই ব্যবস্থা নিই, তবে ভবিষ্যতে আমাদের পরিবেশ আরও সুন্দর ও বাসযোগ্য হবে।
প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: ঢাকা।