“যারা চলাফেরার জন্য হুইল চেয়ার ব্যবহার করে, তারা কীভাবে ক্লাসে যাবে?”
Published : 03 Jul 2024, 09:20 PM
গ্রীষ্মের ছুটিতে ঢাকায় বেড়াতে গিয়েছিলাম। সেখানে মামা-মামীর সঙ্গে ঢাকার অনেক স্থানে ঘুরে বেড়িয়েছি। শহরের কিছু জায়গায় আমার চোখে পড়েছে ‘হুইল চেয়ার র্যাম্প’।
কিন্তু আমি তখনো এ সম্পর্কে জানতাম না। পরে জানতে পারি, যারা হাঁটতে পারেন না তারা এই র্যাম্প ব্যবহার করে হুইল চেয়ারে বসে সহজেই যেকোনো ভবনে বা স্থাপনায় প্রবেশ করতে পারেন।
তখন আমার স্কুলের কথা মনে হলো। আমাদের স্কুলে তো এমন কোনো র্যাম্প দেখিনি। তাহলে যারা চলাফেরার জন্য হুইল চেয়ার ব্যবহার করে, তারা কীভাবে ক্লাসে যাবে?
আমি জানতে পারি শুধু আমাদের স্কুলেই নয়, বাংলাদেশের অনেক প্রাথমিক বিদ্যালয়ে হুইল চেয়ার র্যাম্প নেই। এর ফলে যারা হুইল চেয়ারে চলাচল করে, তাদের স্কুলে আসতে খুবই সমস্যা হয়। সিঁড়ি পাড়ি দেওয়া তাদের জন্য অনেক কঠিন। এতে তারা ক্লাসে যেতে পারে না।
আমি মনে করি প্রতিবন্ধী শিশুদেরও অন্য শিশুদের সঙ্গে পড়াশোনার সুযোগ থাকা উচিত। যদি সরকার ও স্কুল কর্তৃপক্ষ প্রতিটি স্কুলে হুইল চেয়ার র্যাম্প তৈরি করে, তাহলে এই শিশুরা সহজেই স্কুলে আসতে পারবে।
ফলে সব শিশুই একসঙ্গে স্কুলে পড়াশোনা করতে পারবে। কেউ আর পিছিয়ে থাকবে না।
প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: কুড়িগ্রাম।