আমি বিভিন্ন লেখায় পড়েছি, জলবায়ু পরিবর্তনের কারণে পুরো পৃথিবীই হুমকির মুখে আছে। বায়ুতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে এবং পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে।
Published : 11 Jun 2024, 04:49 PM
জলবায়ু পরিবর্তন বর্তমান পৃথিবীর বড় সমস্যাগুলোর একটি। জলবায়ু পরিবর্তনের ফলে জীব বৈচিত্র্য ও প্রকৃতির উপর নানা ধরনের ক্ষতিকর প্রভাব পড়ছে। আমরা বাংলাদেশের আবহাওয়ার দিকে লক্ষ্য করলেই বুঝতে পারব। এখানে গ্রীষ্মের সময়ে প্রচণ্ড গরম পড়ে। শীতকালে কোথাও বেশ শীত আবার কোনো অঞ্চলে শীত কমও থাকে।
আমি বিভিন্ন লেখায় পড়েছি, জলবায়ু পরিবর্তনের কারণে পুরো পৃথিবীই হুমকির মুখে আছে। বায়ুতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে এবং পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে।
এতে করে দুই মেরুর বরফ হলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতির মুখে থাকা দেশগুলোর একটি। তাই জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলা করা বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ।
আমি মনে করি, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় আমরা কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারি।
এজন্য গাছ কাটা বন্ধ করতে হবে। যতগুলো গাছ কাটা হবে তার থেকে দ্বিগুন পরিমাণ গাছ আমাদের রোপণ করতে হবে। তাছাড়া আমরা যদি জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আনতে পারি, তাহলে বায়ুর তাপমাত্রা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। কেননা জীবাশ্ম জ্বালানি থেকে কার্বন ডাই-অক্সাইড ও মিথেনের মতো ক্ষতিকারক গ্যাস নির্গত হয়, যা বায়ুর তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: মৌলভীবাজার।