বারান্দা থেকে হঠাৎ কুকুর দুটোকে আবার আগের জায়গায় আটকে থাকতে দেখলাম।
Published : 17 Mar 2025, 08:37 PM
একদিন বিকেলবেলা আমি ও মা বারান্দায় বসে ছিলাম। সেখানে বসে দেখতে পাই, আমাদের বাড়ির পাশে দেয়াল ঘেরা একটি জায়গায় দুটি কুকুর আটকে আছে। এটা দেখে আমি বিস্মিত হই, কারণ জানতাম না তারা কীভাবে সেখানে আটকে পড়ল।
কিছুক্ষণ পর আমি কিছু মানুষ নিয়ে সেখানে যাই। সঙ্গে কুকুরগুলোর জন্য খাবার ও পানি নিই। একজন ব্যক্তি দরজা খুলে দেয়। তখন জানতে পারি, কুকুর দুটি সকাল থেকেই এখানেই ছিল। কিন্তু আমরা যাওয়ার পর কুকুরগুলোকে আর দেখতে পাইনি।
মনে মনে ভাবছিলাম, কে কুকুরগুলো আটকে রেখেছিল? কিন্তু এই প্রশ্নের উত্তর আর পেলাম না।
আমার মা বললেন, হয়ত এলাকার বাচ্চারা এটা করেছে। আমি ভাবলাম, মায়ের কথা সঠিক হলে শিশুদের শেখানো উচিত যে, পশুদেরও জীবন আছে এবং তাদের প্রতি সম্মান জানানো উচিত।
কিছুদিন পর এক সকালে আমি বাসা থেকে বের হতে যাচ্ছিলাম। বারান্দা থেকে হঠাৎ কুকুর দুটোকে আবার আগের জায়গায় আটকে থাকতে দেখলাম। তবে এবার দুজন অপরিচিত লোক ছিল। তারা কুকুরগুলোকে লাঠি দিয়ে আঘাত করছিল। আঘাতের ফলে কুকুরগুলো ছোট জায়গায় ছোটাছুটি করছিল। ফটকের বাইরে যেতে পারছিল না।
এটি দেখে আমি চিৎকার করতে থাকলাম। মা এসে বললেন, কুকুরগুলোকে উদ্ধার করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আমি বুঝতে পারলাম, আগের যেদিন কুকুরগুলো আটকে ছিল তা বাচ্চাদের দুষ্টুমি ছিল না। বড় মানুষই তাদের আটকে রেখেছিল।
কুকুরগুলোকে আঘাত করতে দেখে আমি কান্না করতে লাগলাম। আমার কান্নায় আশপাশের লোকেরা আমাকে শান্ত করার চেষ্টা করল। কিন্তু কুকুরের আর্তনাদ শুনে কেউ এগিয়ে যায়নি।
কিছুক্ষণ পর আমি আবার দেখতে পাই কুকুরগুলো আর সেখানে নেই। দুইজন লোক একটি বড় বাক্সে কিছু ভরছিল। তখন আমার কান্না থামানোর জন্য অন্যরা বলছিল যে, কুকুরগুলোকে টিকা দেওয়ার জন্য নিয়ে গেছে। টিকা দিয়ে পরে ছেড়ে দেবে। কিন্তু এই কথাটি আমার বিশ্বাস হয়নি। আমার মনে হয়েছে তারা কুকুরগুলোকে মেরে ফেলেছে। যদি টিকা দেওয়াই মূল উদ্দেশ্য হয় তাহলে তাদের ওপর কেন নির্যাতন করা হল?
এটি শুধু একটি উদাহরণ কিন্তু আমাদের সমাজে অনেক প্রাণী আছে যাদের প্রতি এই ধরনের নির্যাতন করা হয়। আমরা অনেক সময় রাস্তায় থাকা প্রাণীদের অবহেলা করি কিন্তু তাদের তো আমাদের মতই প্রাণ আছে। তাদেরও তো খাবার, পানি প্রয়োজন।
এ ধরনের আচরণ শুধু পশুদের প্রতি নয়, সমাজের প্রতি নির্দয় মনোভাবকেও তুলে ধরে। প্রাণী সুরক্ষা আইন থাকলেও সেগুলোর প্রয়োগ নিয়ে প্রশ্ন উঠছে। অনেক সময় আমরা দর্শক হিসেবে থাকি কিন্তু কুকুর বা অন্যান্য প্রাণীদের প্রতি সহানুভূতি এবং সঠিক আচরণ করা আমাদের দায়িত্ব।
শিশুদের ছোট থেকেই সৃষ্টির প্রতি শ্রদ্ধা জানাতে শেখানো উচিত। তাহলে আশা করা যায়, ভবিষ্যতে এমন নির্যাতন বন্ধ হবে।
প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: ঢাকা।