তাদেরকে ফাইটিং ও যুদ্ধনৃত্যের উপর প্রশিক্ষণ দেওয়া হয়।
Published : 14 Sep 2024, 07:09 PM
কারাতের নানা বিষয় সম্পর্কে শিশু-কিশোরদের জানাতে ও আগ্রহী করে তুলতে কুড়িগ্রামে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জেলা শহরের অফিসার্স ক্লাবে এই কর্মশালার আয়োজন করে ‘সিতোরিও কারাতে-দো কুড়িগ্রাম’ নামের একটি কারাতে ক্লাব।
কর্মশালায় সভাপতিত্ব করেন কারাতে প্রশিক্ষক খাজা ইউনুস ইসলাম ইদুল।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা এই কর্মশালায় অংশ নেয়। তাদেরকে ফাইটিং ও যুদ্ধনৃত্যের উপর প্রশিক্ষণ দেওয়া হয়।
কর্মশালায় প্রশিক্ষণ দেন জাতীয় রেফারি এবং সিতোরিও কারাতে স্কুল রংপুরের প্রধান প্রশিক্ষক এ বি বাবেল ও বাংলাদেশ সামুরাই ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: কুড়িগ্রাম।