সুন্দর একটি দিন কাটিয়ে সন্ধ্যা সাতটায় আমরা রওনা দিই।
Published : 27 Feb 2025, 06:52 PM
কলেজের শিক্ষা সফরে ঘুরে এলাম নরসিংদীর একটি রিসোর্টে।
কলেজে নিয়মিত ক্লাস করলেও কারও সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে ওঠেনি। তাই সফরে যাওয়ার বিষয়ে দ্বিধায় ছিলাম। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম আমিও যাব।
যানজটের কারণে নির্ধারিত স্থানে পৌঁছাতে দেরি হয়। সেখানে গিয়ে ব্যাগ রেখে তৈরি হয়ে ঘুরতে বেরিয়ে পড়ি। ঘুরতে ঘুরতে এক সহপাঠীর সঙ্গে দেখা হয়।
সেদিন আমরা সারাক্ষণ একসঙ্গে ছিলাম। আমাদের এক শিক্ষক বলেছিলেন, ঘুরতে গেলে নতুন বন্ধু তৈরি হয়। সত্যিই তাই হল।
আমাদের সফরে কোনো স্বেচ্ছাসেবক নির্ধারিত ছিল না। তাই সবাই নিজের খাবার নিজেই সংগ্রহ করছিল। কেউ কাউকে খাইয়ে দিচ্ছিল, কেউ অন্যের পাতে তুলে দিচ্ছিল মাংস বা সালাদ। সে এক মজার অভিজ্ঞতা।
বিকেলে ছিল কনসার্টের আয়োজন। শিক্ষার্থীরাই এতে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপহার দিয়েছে।
সুন্দর একটি দিন কাটিয়ে সন্ধ্যা সাতটায় আমরা রওনা দিই। বাসে হৈ-হুল্লোড় করতে করতেই ফিরছিলাম। হঠাৎ অধ্যক্ষ স্যারের ফোন আসে।
অপ্রীতিকর ঘটনা এড়াতে বাসের দরজা-জানালা বন্ধ রেখে সবাইকে শান্ত থাকতে বলা হয়। রাত সাড়ে ১১টার দিকে নিরাপদে কলেজে ফিরে আসি আমরা।
নতুন বন্ধুদের সঙ্গে কাটানো সারাদিনের আনন্দ স্মৃতিতে গেঁথে রইল।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: ঢাকা।