Published : 11 Jul 2024, 07:49 PM
চা উৎপাদনে বাংলাদেশে বিখ্যাত আমার জেলা সিলেট। তাই সিলেটকে দুটি পাতা একটি কুঁড়ির দেশ বলা হয়। স্বাদ, রঙ ও গন্ধে এই জেলায় উৎপন্ন চায়ের নিজস্বতা রয়েছে।
সিলেট সদর উপজেলায় উপমহাদেশের সর্বপ্রথম চা বাগান 'মালনীছড়া'র অবস্থান। জাতীয় তথ্য বাতায়ন থেকে জানা যায়, ১৮৫৪ সালে লর্ড হার্ডসন পনেরশ একর জায়গার উপর চা বাগানটি গড়ে তোলেন।
মালনীছড়া বাগান ছাড়াও লাক্কাতুরা, আলী বাহার, খাদিম, আহমদ টি স্টেট সিলেটের চা বাগানগুলোর মধ্যে উল্লেখযোগ্য।
চা বাগানের সবুজ প্রকৃতি ঘুরতে আসা ভ্রমণপিপাসুদের মুগ্ধ করে। বিশেষ করে মালনীছড়া বাগানের অবস্থান শহরের একদম কাছে হওয়ায় পর্যটকরা এখানে বেশি ভিড় করেন। এই বাগানে চায়ের পাশাপাশি রাবার ও কমলার চাষও হয়ে থাকে।
সিলেট জেলায় বর্তমান চা বাগানের সংখ্যা ২০টি। এসব বাগানের চা দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হচ্ছে।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: সিলেট।