'একটা সমাজে ভাস্কর্য রক্ষণাবেক্ষণের জন্য যে সমাজ বা সংস্কৃতি তৈরি করতে হয়, তা আমাদের এখানে হয়নি'
Published : 15 Aug 2024, 05:32 PM
ময়মনসিংহে ক্ষতিগ্রস্ত হওয়া শিল্পাচার্য জয়নুল আবেদিনের ভাস্কর্য সংস্কার করা হয়েছে।
গত বৃহস্পতিবার স্থানীয় চারুশিল্পী ও সংস্কৃতিকর্মীদের উদ্যোগে ভাস্কর্যটি মেরামত করা হয় বলে জানান চিত্রশিল্পী হোসাইন ফারুক।
এ বিষয়ে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “একটা সমাজে ভাস্কর্য রক্ষণাবেক্ষণের জন্য যে সমাজ বা সংস্কৃতি তৈরি করতে হয়, তা আমাদের এখানে হয়নি। ভাস্কর্যের সঙ্গে শিক্ষার্থীদের সেভাবে পরিচয় করানো হচ্ছে না। ফলে এসবের উপর বারবার আঘাত আসছে।”
জানা যায়, গত ৫ অগাস্ট নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালার সামনে থাকা ভাস্কর্যটি ভাঙচুর করে একদল লোক।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ময়মনসিংহ।