যখন আমরা সৎ থাকি, তখন আমাদের বন্ধুরাও নিজেদের সত্য প্রকাশ করতে স্বাচ্ছন্দ্য অনুভব করে।
Published : 08 Dec 2024, 09:18 PM
বন্ধুত্ব এমন একটি সম্পর্ক, যার মধ্যে রয়েছে এক ধরনের নির্ভরতা। এ বিষয়ে বলতে গেলেই সততার কথা সামনে চলে আসে। কেননা সততা ছাড়া নির্ভরতা টিকে থাকতে পারে না।
ফলে সততাকে বন্ধুত্বের প্রধান গুণ বলে আমার মনে হয়। বন্ধু যদি বন্ধুর সঙ্গে সৎ না থাকে তাহলে সেখানে আস্থা ও বিশ্বাস জন্ম নিতে পারে না।
কেবল আনন্দ ভাগাভাগি নয় বরং বিপদে পাশে দাঁড়ানোও বন্ধুত্বের দাবি। ফলে কারো মধ্যে সততার অভাব হলে সে অন্যের বিপদে কখনো পাশে দাঁড়াতে পারবে না।
এছাড়া সততা বন্ধুত্বের সম্পর্ককে গভীর এবং প্রফুল্লও করে তোলে। যখন আমরা সৎ থাকি, তখন আমাদের বন্ধুরাও নিজেদের সত্য প্রকাশ করতে স্বাচ্ছন্দ্য অনুভব করে।
সুতরাং বন্ধুত্বের শক্তিশালী ভিত্তি গড়ে তোলার জন্য সৎ থাকা খুবই গুরুত্বপূর্ণ।
প্রতিবেদকের বয়স: ১৩। বয়স: ঢাকা।