উন্নয়নের সব ক্ষেত্রে পিছিয়ে থাকা ও প্রান্তিক শিশুদের অগ্রাধিকার দিয়ে কাজ করবেন শিশু সাংবাদিক ও শিশু অধিকার কর্মী গার্গী।
Published : 21 Nov 2024, 12:21 AM
শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের গার্গী তনুশ্রী পাল জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের ইয়ুথ অ্যাডভোকেটের দায়িত্ব পেয়েছেন।
দশম শ্রেণির ছাত্রী গার্গীর বয়স এখন ১৬। ইয়ুথ অ্যাডভোকেট হিসেবে তিনি শিশুদের কণ্ঠ আরও তুলে ধরা, জলবায়ু বিষয়ক কাজে সচেতনতা বৃদ্ধি, সহিংসতা, অবহেলা, অপব্যবহার এবং শৈশবের ট্রমা, বাল্যবিবাহ ও
শিশুর শেখার সংকট উত্তরণে শিশুদের অধিকারের পক্ষে কাজ করবেন।
উন্নয়নের সকল ক্ষেত্রে সবচেয়ে পিছিয়ে থাকা ও প্রান্তিক শিশুদের অগ্রাধিকার দিয়ে কাজ করবেন শিশু সাংবাদিক ও শিশু অধিকার কর্মী গার্গী।
বুধবার ইউনিসেফ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইয়ুথ অ্যাডভোকেট হিসেবে চুক্তি স্বাক্ষরের সময় বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্সের সঙ্গে সাক্ষাৎ করেন গার্গী।
তিনি সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তা দেওয়া দাতব্য সংস্থা ‘বি পজিটিভ’ এর নেতৃত্ব দেন এবং 'সহজ পাঠশালা' নামে আদিবাসী শিশুদের জন্য অনানুষ্ঠানিক একটি স্কুলের ব্যবস্থাপনা দলে কাজ করেন।
গার্গী বাল্য বিবাহ, শিক্ষা ও জলবায়ু পরিবর্তনের মত বিষয়গুলো নিয়ে দুই শতাধিক প্রতিবেদন তৈরি করেছেন। ইউনিসেফের সঙ্গে গত ৫ বছরে সচেতনতামূলক প্রচার, ইয়ুথ অ্যাডভোকেসি ও বিভিন্ন কাজের মাধ্যমে
শিশু অধিকারের প্রতি তার প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ ঘটিয়েছেন।