তিনি বলছিলেন, “বাবা বেঁচে থাকতে হয়ত পড়াত। কিন্তু সৎ বাবা পড়ানোর সুযোগ দেননি।”
Published : 07 Nov 2024, 09:27 PM
বয়স ১৪ পার হওয়ার আগেই বিয়ে আর ১৮ হওয়ার আগেই টানা তিনবার গর্ভধারণে কৈশোরের দিনগুলো কেটেছে রঙহীন। এরপর নানা বাস্তবতা সামনে আসতে থাকায় তার জীবন যেন আরও ফিকে হতে শুরু করে। বলছি ২০ বছর বয়সী এক তরুণীর কথা।
তিনি রংপুর নগরীর একটি এলাকায় থাকেন।
কথায় কথায় হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তরুণী জানান, নিম্ন আয়ের পরিবারে তার জন্ম। বাবার মৃত্যুর ঘটনায় মা দ্বিতীয় বিয়ে করলে সেই সংসারে পড়াশোনার সুযোগ হয়নি তার। কিছুদিন পরেই বসতে হয় বিয়ের পিঁড়িতে।
তিনি বলছিলেন, “বাবা বেঁচে থাকতে হয়ত পড়াত। কিন্তু সৎ বাবা পড়ানোর সুযোগ দেননি।”
বিয়ের পর অল্প বয়সেই গর্ভধারণ করেন জানিয়ে এই তরুণী বলেন, “না বুঝে অল্প বয়সে গর্ভধারণের ফলে প্রথম সন্তান মারা গেছে।”
১৬ বছর বয়সে দ্বিতীয় সন্তানের জন্ম দেন তিনি। এর দেড় বছরের মাথায় পৃথিবীতে আসে তার তৃতীয় সন্তান। বিয়ের পর শ্বশুরবাড়িতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে বলেও জানান তিনি।
হ্যালোকে তিনি বলছিলেন, “আমি চাই না আমার মতো অন্য মেয়েদের বাল্যবিয়ে হোক। অল্প বয়সে বিয়ের ফলে আমাকে অনেক কষ্ট পোহাতে হয়েছে।”
প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: রংপুর।