স্কুলে আমার লেখা শুরু হয় পেন্সিল দিয়ে। তবে আমি অপেক্ষায় থাকতাম কখন বড় ক্লাসে উঠব।
Published : 10 Jul 2024, 08:33 PM
মনে পড়ে স্কুলের প্রথম দিনের কথা। স্কুলে যাওয়ার আগের দিন রাতে মা আমাকে কিছু বিষয়ে উপদেশ দেন। এই যেমন শিক্ষকদের সম্মান করতে হবে, বন্ধুদের সঙ্গে মিলেমিশে থাকতে হবে ইত্যাদি।
আমার প্রথম স্কুল ছিল নর্থ-সাউথ ইন্টারন্যাশনাল স্কুল। এটি ঢাকার একটি ইংলিশ মিডিয়াম স্কুল।
প্রথম দিন স্কুলে পা রাখতেই মনে হয়েছিল আমি বড় হয়েছি। মা বাবা ছাড়া টানা ছয় ঘণ্টা আমাকে কাটাতে হবে ক্লাসরুমে। অচেনা এতগুলো মুখের মধ্যে আমি যেন একা।
স্কুলে আমার লেখা শুরু হয় পেন্সিল দিয়ে। তবে আমি অপেক্ষায় থাকতাম কখন বড় ক্লাসে উঠব। বড় ক্লাসে উঠলে পেন্সিলের বদলে কলম দিয়ে লিখতে পারব।
তিন বছর পর আমি স্কুল পাল্টিয়ে ইস্ট-ওয়েস্ট ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি হই। এখানে এসে মনে হয়েছে আমি আগের চেয়ে খানিকটা বড় হয়েছি। খুব তাড়াতাড়ি অনেক বন্ধু বানিয়ে ফেলি। শিশু সুলভ স্বভাবের কারণে প্রথম প্রথম যাদের সঙ্গে বনিবনা হতো না তারা আমার বন্ধু হয়ে উঠে এক সময়।
পরীক্ষায় ভালো ফলাফল করায় আমি শিক্ষকদের প্রিয় হয়ে উঠি। এতে আমার ভীষণ আনন্দ হতো। তখন আমি সব প্রতিযোগিতায় অংশ নিতে শুরু করি। কবিতা আবৃত্তি থেকে শুরু করে নাচ, গান, বাগাডুলি, লুডু কিংবা দৌড় প্রতিযোগিতা কোনো কিছুই বাদ পড়েনি। এভাবে সময় যেতে থাকে।
এক সময় আমি তৃতীয় শ্রেণিতে উঠি। এর মধ্য দিয়ে শেষ হলো আমার কয়েক বছরের অপেক্ষা। আমি পেন্সিল ছেড়ে কলম দিয়ে লিখতে শুরু করি। তখন বড় হয়েছি ভেবে অনেক আনন্দ হয়েছিল আমার।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।