জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে ৮ দশমিক ২ কিলোমিটার দৈর্ঘ্যের খালটি পরিষ্কারের জন্য ১২টি পয়েন্টে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
Published : 02 Nov 2024, 05:36 PM
জাতীয় যুব দিবস উপলক্ষে ময়মনসিংহে আকুয়া খাল পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সিটি করপোরেশনের উদ্যোগে ‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যে শুক্রবার সকালে নগরে খাল পরিষ্কার অভিযান শুরু হয়।
এর আগে এই আয়োজনের উদ্বোধন করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।
জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে ৮ দশমিক ২ কিলোমিটার দৈর্ঘ্যের খালটি পরিষ্কারের জন্য ১২টি পয়েন্টে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
মৃতপ্রায় খালটি পরিষ্কার কার্যক্রমে অংশ নেন ৩০০ জন শ্রমিক। এছাড়াও ভলেন্টিয়ার ফর বাংলাদেশ-ময়মনসিংহ, রোভার স্কাউটসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা এতে অংশ নেয়।
প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: জামালপুর