'আমরা সুন্দর একটি দেশ চাই। এইজন্য পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প নেই। আমরা চাই সবাই এই ব্যাপারে সচেতন হোক।'
Published : 09 Aug 2024, 09:06 PM
ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে তৈরি সহিংসতায় বেহাল সড়ক ও বিভিন্ন স্থাপনা পরিষ্কারের কাজে নেমেছে নীলফামারীর শিক্ষার্থীরা।
শুক্রবার ডোমার উপজেলা শহরের বিভিন্ন এলাকায় এমন দৃশ্য দেখা যায়।
এসময় তারা সড়কে পড়ে থাকা ইট ও গ্লাসের টুকরো সরিয়ে নেয়। এরপর ঝাড়ু হাতে সড়ক পরিষ্কার করতেও দেখা যায় তাদের।
পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়া শিক্ষার্থী অর্নব আল আলিফ বলেন, “আমরা সুন্দর একটি দেশ চাই। এইজন্য পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প নেই। আমরা চাই সবাই এই ব্যাপারে সচেতন হোক।”
সাঈদ বিন ইসলাম নামের আরেক শিক্ষার্থী বলেন, “আমার শহরকে পরিচ্ছন্ন রাখতে আমরা এই উদ্যোগ নিয়েছি।”
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: নীলফামারী।