গৃহশিক্ষকের কাছে পড়া শেষ করে আমি বিভিন্ন বিষয়ের উপর নোট তৈরি করি।
Published : 16 Mar 2025, 07:26 PM
আমরা বছরের সবচেয়ে বড় ছুটি রমজান মাসে পাই। ফলে এই ছুটি নিয়ে সবার নানা রকমের পরিকল্পনা থাকে। তবে এই ছুটিটি আমার বেশ সাদামাটা ভাবে কাটছে।
আমার প্রতিদিনের রুটিন প্রায় একই রকম। সকাল বেলা ঘুম থেকে উঠে হাত-মুখ ধুয়ে পড়তে বসি। গৃহশিক্ষকের দেওয়া বাড়ির কাজগুলো শেষ করতে করতে কখনো কখনো দুপুর হয়ে যায়।
এরপর কিছু সময় আপু বা মায়ের সঙ্গে বসে গল্প করি। বলা যায় এই সময়টা একটু অলসভাবে কাটে। কারণ এক নাগাড়ে অনেক সময় পড়ার পর মনোযোগ দিয়ে অন্য কোনো কাজ করতে ইচ্ছে হয় না।
বিকেল হলে ইফতার তৈরি করতে মা ও আপুকে সাহায্য করি। ইফতার শেষে গৃহশিক্ষকের কাছে অনলাইনে পড়তে বসি। তিনি বিভিন্ন বিষয়ে উপর আমার পরীক্ষা নেন। কারণ ঈদের ছুটি শেষ হলেই পরীক্ষা শুরু হবে।
গৃহশিক্ষকের কাছে পড়া শেষ করে আমি বিভিন্ন বিষয়ের উপর নোট তৈরি করি। রাতের পড়া শেষ হলে দ্রুত ঘুমাতে যাই। নইলে সেহেরিতে উঠতে আলস্য ভর করে।
বড় ছুটির কারণে মাঝেমধ্যে একটু বেশি ঘুমানোর সুযোগ পাই। আবার অনেক সময় নিজেকে এএকাকীত্ব বোধ। তখন জলরঙ নিয়ে বসে যাই ছবি আঁকতে।
স্কুল খোলা হলে স্কুলে দাবা প্রতিযোগিতার ইভেন্ট হবে। স্কুল শাখার শিক্ষার্থী হিসেবে এটি আমার শেষ প্রতিযোগিতা। আশা করছি এবারও স্কুল থেকে প্রতিনিধিত্ব করে চ্যাম্পিয়ন হতে পারব। তাই প্রতিদিন কিছু সময় দাবাও খেলি। দাবা খেলতে খেলতে আমার বেশ ভালো সময় কাটে।
এভাবেই আমার ছুটির দিনগুলো চলে যাচ্ছে। কখনও খুব ভালো লাগছে আবার কখনও একঘেয়ে মনে হচ্ছে।
প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: ঢাকা।