এসময় বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ও নজরুল তাদের গানে ও কবিতায় মানবতার কথা বলেছেন।
Published : 11 Jun 2024, 06:46 PM
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে নেত্রকোণায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
জেলা প্রশাসনের উদ্যোগে ২৬ মে নেত্রকোণা পাবলিক হল মিলনায়তনে এই অনুষ্ঠান হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ। অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অসিত কুমার সরকার সজল, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ ও পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান।
এসময় বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ও নজরুল তাদের গানে ও কবিতায় মানবতার কথা বলেছেন।
জেলা প্রশাসক শাহেদ পারভেজ বলেন, “পরিশীলিত সমাজ গঠনে ও শিশু কিশোরদের সুকুমার বৃত্তির উন্নয়নে রবীন্দ্রনাথ ঠাকুর ও কবি নজরুল ইসলামের সৃষ্টিকর্মকে চর্চা করতে হবে।”
অনুষ্ঠানের শেষে জেলা শিল্পকলা একাডেমি ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: নেত্রকোণা।