বর্ষায় এই হ্রদ তার পরিপূর্ণ সৌন্দর্য ঢেলে দিলেও সারা বছরই এর নয়নাভিরাম দৃশ্য পর্যটকদের প্রশান্তি দেয়।
Published : 23 Jun 2024, 02:03 PM
বাংলাদেশের সবচেয়ে বড় কৃত্রিম হ্রদ কাপ্তাই। এই হ্রদকে কেন্দ্র করে গড়ে উঠেছে পার্বত্য জেলা রাঙামাটির পর্যটন। এই হ্রদের উপর নির্মাণ করা হয়েছে ঝুলন্ত সেতু।
তথ্য বাতায়ন থেকে জানা যায়, কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের জন্য ১৯৫৬ সালে কর্ণফুলি নদীর উপর কাপ্তাই বাঁধ নির্মাণ শুরু হয়। বাঁধ নির্মাণের ফলে জেলার ৫৪ হাজার একর কৃষি জমি ডুবে গিয়ে এই হ্রদের সৃষ্টি হয়।
কাপ্তাই হ্রদ মৎস্য সম্পদের এক বিশাল উৎস। এখানে মৎস্য আহরণ করে জীবিকা নির্বাহ করে উল্লেখযোগ্য সংখ্যক জেলেরা।
এই হ্রদের পাড়েই সমাহিত আছেন বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ। অপরূপ সৌন্দর্যের সুবলং জলপ্রপাতের অবস্থানও এর তীরেই।
বর্ষায় এই হ্রদ তার পরিপূর্ণ সৌন্দর্য ঢেলে দিলেও সারা বছরই এর নয়নাভিরাম দৃশ্য পর্যটকদের প্রশান্তি দেয়। ভ্রমণ পিপাসুরা নৌকা বা স্পিড বোটে চড়ে এই হৃদের সৌন্দর্য উপভোগ করতে পারেন।
প্রতিবেদকের বয়স: ১০। জেলা: ঢাকা।