পূজার থালাগুলো ছোটদের হাতে তুলে দিয়ে আমরা প্রার্থনা কক্ষে যাই।
Published : 15 Mar 2025, 08:12 PM
বৌদ্ধ সম্প্রদায়ের উৎসবগুলো সাধারণত পূর্ণিমাকে কেন্দ্র করে উদযাপন করা হয়। বৈশাখী পূর্ণিমা, মধু পূর্ণিমা, আষাঢ়ী পূর্ণিমা, ফাল্গুনী পূর্ণিমা, প্রবারণা পূর্ণিমা, মাঘী পূর্ণিমার মত দিনগুলোতে আমরা বিশেষ ধর্মীয় অনুষ্ঠান পালন করি।
ছোটবেলা থেকেই পূর্ণিমা তিথিতে বিহারে যাওয়ার অভ্যাস আমার আছে। আমাদের পাড়ার মিলনপুর বৌদ্ধ বিহারে প্রতি পূর্ণিমায় ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের ফাল্গুনী পূর্ণিমাতেও এর ব্যতিক্রম হয়নি।
সকালে স্নান সেরে ঐতিহ্যবাহী পোশাক পরে বন্ধুদের সঙ্গে বিহারে যাই। বুদ্ধ পূজার জন্য আমরা ফুল দিয়ে প্লেট সাজাই। কে কত সুন্দর করে সাজাতে পারে, তা নিয়ে মজা করি। ছোটরা ফুল দিয়ে সাজায়, বড়রা ভাত দিয়ে পূজার উপকরণ তৈরি করেন।
পূজার থালাগুলো ছোটদের হাতে তুলে দিয়ে আমরা প্রার্থনা কক্ষে যাই। এরপর আমরা তিনজন মাইক নিয়ে ত্রিপিটক পাঠের প্রস্তুতি নেই। অনুষ্ঠান শুরু হয় বুদ্ধ পূজা ও সূত্র পাঠ দিয়ে। একে একে পানীয় পূজা, পুষ্প পূজা, প্রদীপ পূজা ইত্যাদির সূত্র পাঠ করা হয়।
এরপর ভিক্ষু সংঘ ধর্মসভা পরিচালনা করেন। এখানে অষ্টপরিষ্কার দান, সংঘদান, বুদ্ধমূর্তি দান, হাজার প্রদীপ দান করা হয়। অনেকে পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ করেন।
বিকেলে হাজার প্রদীপ জ্বালানো হয় এবং ফানুস উড়ানোর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: খাগড়াছড়ি।