এমন একটা চিন্তা থেকেই দুই বছর আগে আমরা একটি সাহিত্যভিত্তিক প্ল্যাটফর্ম গড়ে তুলি।
Published : 10 Feb 2025, 09:15 PM
আমি ছোটবেলা থেকেই বই পড়তে ভালোবাসি। কারণ বই আমাদের নতুন নতুন জগতের সঙ্গে পরিচয় করিয়ে দেয়, খুলে দেয় কল্পনার দুয়ার। কিন্তু আমার গ্রামের শিশুরা পাঠ্যবইয়ের বাইরে তেমন কিছু পড়ার সুযোগ পায় না বললেই চলে।
এই শিশুদের হাতেও যদি মজার মজার বই তুলে দেওয়া যায় তাহলে তারা নতুন অনেক কিছু শিখতে পারবে। এতে আনন্দের পাশাপাশি তাদের কল্পনা শক্তিও বৃদ্ধি পাবে বলে মনে করি আমি।
এমন একটা চিন্তা থেকেই দুই বছর আগে আমরা একটি সাহিত্যভিত্তিক প্ল্যাটফর্ম গড়ে তুলি। যা এখন 'লিটারারি লুমিন্যান্স' নামে পথচলা শুরু করেছে। এটি আমাদের মত শিশু-কিশোরদের পরিচালিত একটি প্ল্যাটফর্ম। যেখানে আমরা নিজেরা বই
পড়ি আর অন্যদেরও বই পড়তে উৎসাহিত করি। পাশাপাশি লেখালেখির প্রতিও একে অপরকে উৎসাহিত করি।
আমরা এবার শিশুদের হাতে বই তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছি। প্রথম কাজ হিসেবে আমার সংগ্রহ থেকে কিছু বই এখানকার স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করব। আমার সংগ্রহে ৪০০ বই আছে, এগুলোর মধ্য থেকে বাছাই করা কিছু বই দিয়ে আমরা শিশুদের জন্য এক নতুন আনন্দের দরজা খুলতে চাই।
তবে শুধু একবার বই দিলেই তো হবে না! তাই আমরা ঠিক করেছি প্রতি মাসেই বই বিনিময় উৎসব করব। এখানে একজন বন্ধু তার পড়া বই জমা দিয়ে নতুন একটি বই নিতে পারবে। এতে করে সবাই অনেক নতুন বই পড়তে পারবে।
আমরা শুধু বই বিতরণ করেই থেমে থাকব না। আমরা গল্পবলা আসর, বই পড়ার প্রতিযোগিতা, আর মজার লেখালেখির কর্মশালা করব। এর ফলে সবাই সাহস করে নিজের গল্প-ছড়া লিখতে পারবে।
প্রতিটি শিশুর হাতে বই পৌঁছে দেওয়া আমাদের স্বপ্ন। এতে করে আমরা সবাই যেন কল্পনার ডানা মেলে উড়তে পারি। আনন্দের এক নতুন জগৎ গড়ে তুলতে পারি।
প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: ময়মনসিংহ।