'ছাত্র আন্দোলনকে কেন্দ্রে করে গেল কয়েক দিনের সহিংসতায় এলাকার গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা ও বাসা বাড়ি ভাঙচুরের শিকার হয়।'
Published : 08 Aug 2024, 11:25 PM
ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে তৈরি হওয়া সহিংসতায় বেহাল রাজধানীর অনেক এলাকা ও সড়কের। এমন পরিস্থিতিতে রাজধানীর ইসিবি চত্বর এলাকার রাস্তাঘাট পরিষ্কারে এগিয়ে আসে শিশুরা।
মঙ্গলবার ইসিবি চত্বর মানিকদী নামাপাড়া এলাকায় দলবেঁধে রাস্তাঘাট পরিষ্কার করতে দেখা যায় তাদের। এসময় কয়েকজন শিশুর সঙ্গে কথা বলে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
তারা জানায়, ছাত্র আন্দোলনকে কেন্দ্রে করে গেল কয়েক দিনের সহিংসতায় এলাকার গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা ও বাসা বাড়ি ভাঙচুরের শিকার হয়। এর ফলে রাস্তাঘাট চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। একারণে তারা বন্ধুরা মিলে রাস্তা পরিষ্কার করার উদ্যোগ নিয়েছে।
এলাকাকে আগের মতো ফিরিয়ে আনা পর্যন্ত তাদের পরিষ্কার অভিযান চলবে বলেও জানা তারা।
প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: ঢাকা।