সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীরা নাচ, গান ও আবৃত্তিসহ নানা পরিবেশনা উপস্থাপন করে।
Published : 15 Feb 2025, 07:15 PM
কুড়িগ্রামের ফুলবাড়ী জছি মিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে হয়ে গেল দুই দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
‘তারুণ্য উৎসব’ উপলক্ষে বুধবার এই আয়োজন শুরু হয়।
প্রথম দিনে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, আর শেষ দিনে ছিল সাংস্কৃতিক আয়োজন। এদিন নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনুমা তারান্নুম। বিশেষ অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ।
ক্রীড়া প্রতিযোগিতায় বল নিক্ষেপ, ভারসাম্য দৌড়সহ বিভিন্ন ইভেন্টে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। শিক্ষকরা অংশ নেন ধীরে মোটরসাইকেল চালানো ইভেন্টে।
সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীরা নাচ, গান ও আবৃত্তিসহ নানা পরিবেশনা উপস্থাপন করে।
বৃহস্পতিবার পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এই আয়োজন শেষ হয়।
প্রতিবেদকের বয়স: ১০। জেলা: কুড়িগ্রাম।