কুচকাওয়াজে অংশগ্রহণকারী দলগুলোর মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠানটি।
Published : 26 Mar 2025, 04:30 PM
স্বাধীনতা দিবস উপলক্ষে বাগেরহাটে জাঁকজমক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার শহরের স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই কুচকাওয়াজে অংশ নেয়।
এর আগে পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং বেলুন উড়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠানটির সূচনা করা হয়।
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। আর বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ।
কুচকাওয়াজে অংশগ্রহণকারী দলগুলোর মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠানটি।
আয়োজকরা জানান, রমজান মাসের কারণে কেবল কুচকাওয়াজের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সীমাবদ্ধ রাখা হয়েছে।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: বাগেরহাট।