আগামী বছর আমি স্কুলের বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করতে চাই।
Published : 08 Dec 2024, 08:37 PM
স্কুলে বার্ষিক পরীক্ষা শেষ হয়েছে। ফলে এই মাসের বাকি সময়টা আমরা ছুটিতে থাকব। বছর শেষে বড় একটা ছুটি পেয়ে অনেক আনন্দ হচ্ছে। কীভাবে এই ছুটি কাটাব তা নিয়ে আগে থেকে অনেক পরিকল্পনা করে রেখেছি।
এখন আর যেহেতু স্কুলের বই পড়ার চাপ নেই তাই এই সময়টা গল্পের বই পড়ার জন্য খুব ভালো একটা সুযোগ। কিছুদিন আগেই লাইব্রেরি থেকে মজার মজার অনেকগুলো বই এনেছি। তবে পরীক্ষার কারণে সেগুলো পড়া হয়নি। তাই এখন সেই বইগুলো পড়তে পারব।
আগামী বছর আমি স্কুলের বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করতে চাই। তবে বিজ্ঞান মেলার আগে প্রস্তুতির জন্য খুব একটা সময় হয়ত পাওয়া যাবে না। এছাড়া তখন পড়াশোনার চাপও থাকতে পারে। সে কারণে এই ছুটিতে একটি উদ্ভাবনী প্রকল্প তৈরি করব। এ বিষয়ে পরিকল্পনা আগেই সেরে রেখেছি। কেবল সময়ের কারণে তৈরি করতে পারছিলাম না।
এছাড়া এই মাসে আন্তঃ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। যখন থেকে আমি দাবা খেলা শিখেছি, তখন থেকেই খুব ইচ্ছে ছিল এই প্রতিযোগিতায় আমি স্কুলের প্রতিনিধিত্ব করব। এবার আমার সেই ইচ্ছা পূরণ হতে চলেছে। ফলে প্রতিযোগিতায় ভালো ফলাফলের জন্য আমাকে ভালো করে চর্চা করতে হবে। এই ছুটিতে আমি অনেকটা সময় পাচ্ছি নিজেকে ভালো ভাবে তৈরি করার জন্য।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠনের উদ্যোগে একটি বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের কথা রয়েছে এ মাসে। সেখানেও অংশ নেওয়ার ইচ্ছা রয়েছে।
আর মাঝে মধ্যেই রঙ-তুলি নিয়ে বসতে চাই। আসলে ছবি আঁকা বরাবরই আমার পছন্দের একটি কাজ। তবে সারা বছর তেমন একটা ছবি আঁকা হয় না। তাই এই অবসরে সুন্দর কিছু ছবি আঁকার ইচ্ছে আছে যেগুলো দিয়ে আমি বাসার দেয়ালে সাজাতে পারব।
প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: ঢাকা।