“কৈশোরকালে কিশোর কিশোরীরা না পূর্ণাঙ্গ শিশু না পূর্ণাঙ্গ মানুষ। এসময় তারা সঠিক কোনো সিদ্ধান্ত নিতে পারে না। কোনো কিছুতে না বলতে পারে না। তাই তাদের ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা বেশি থাকে।”
Published : 23 May 2024, 08:41 PM
কৈশোরে কিশোর কিশোরীদের মধ্যে মানসিক পরিপক্কতা না আসায় আবেগের বশে অনেকে ভুল সিদ্ধান্ত নেয় বলে মনে করেন গোপালগঞ্জের শেখ সায়রা খাতুন মেডিকেল কলেজের শিশু মনোরোগ বিশেষজ্ঞ হাবিবুর রহমান সজিব।
হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “কোনো শিশুই ম্যাচুরিটি নিয়ে জন্ম গ্রহণ করে না। কোনো কোনো গবেষণা বলছে ২০ থেকে ২২ বছর বয়সে মানুষের ম্যাচুরিটি আসে আবার কোনো গবেষণা বলছে এটি একটি জীবনব্যাপী প্রক্রিয়া।
“কৈশোরকালে কিশোর কিশোরীরা না পূর্ণাঙ্গ শিশু না পূর্ণাঙ্গ মানুষ। এসময় তারা সঠিক কোনো সিদ্ধান্ত নিতে পারে না। কোনো কিছুতে না বলতে পারে না। তাই তাদের ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা বেশি থাকে।”
কিশোর বয়সে প্রেমের সম্পর্কে না জড়ানোর পরামর্শ চিকিৎসকের। তার মতে, এই বয়সে সারা জীবন একসঙ্গে থাকা বা বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।
কিশোর বয়সে কেবল মাত্র বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে বলে মনে করেন তিনি। কেননা বড় সিদ্ধান্ত নেওয়া ভুল হতে পারে। কিশোর কিশোরীদের কৈশোরে নেওয়া ভুল সিদ্ধান্ত সারা জীবনের জন্য ‘ক্ষতি’ বলেও মন্তব্য করেন এই মনোরোগ বিশেষজ্ঞ।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: বাগেরহাট।