নয়ন হ্যালোকে বলছিল, “আমার মা ও ছোট ভাই উত্তরার ৪নং সেক্টরের এক বস্তিতে থাকে। তাদের খরচ চালাতে কাজ করতে হয় আমাকে।”
Published : 13 Jul 2024, 06:19 PM
রাজধানীতে লেগুনা চালকের সহকারীর কাজ করে পরিবারে অর্থের জোগান দেয় নয়ন নামের এক শিশু।
সে যে লেগুনায় কাজ করে সেটি মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন থেকে উত্তরার হাউস বিল্ডিং এলাকা পর্যন্ত যাত্রী আনা-নেওয়া করে।
এই গাড়ির কেতাবি নাম হিউম্যান হলার হলেও লেগুনা নামেই মানুষের কাছে বেশি পরিচিত। যে গাড়ির পাদানিতে দাঁড়িয়েই নয়নকে দিনভর কাজ করতে হয়। অসাবধানবশত একটু হাত ফসকে গেলেই ঘটতে পারে দুর্ঘটনা। তবুও ঝুঁকি নিয়ে সে এই কাজটি করে যাচ্ছে তার পরিবারের জন্য।
১১ বছর বয়সী এই শিশু হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, এখানে কাজ করে রোজ একশ টাকা পায়, সঙ্গে দুবেলা খাবারও পায় সে। পরিবারে খানিক সচ্ছলতা আনতে সে আয়ের জন্য এই পথ বেছে নিয়েছে।
নয়ন হ্যালোকে বলছিল, “আমার মা ও ছোট ভাই উত্তরার ৪নং সেক্টরের এক বস্তিতে থাকে। তাদের খরচ চালাতে কাজ করতে হয় আমাকে।”
অভাবের কারণে কখনো স্কুলে যাওয়া হয়নি তার। তাই গাড়িকে ঘিরেই নিজের ভবিষ্যত পরিকল্পনা সাজিয়েছে সে।
এ বিষয়ে এক প্রশ্নের জবাবে নয়ন বলে, “স্বপ্ন ছিল পড়ালেহা করার, কিন্তু এহন হইতে একটা স্বপ্ন দেহি ড্রাইভার হমু।”
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: ঢাকা।