সড়কের পাশে বর্জ্য পড়ে থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে পথচারীরা।
Published : 16 Feb 2025, 08:37 PM
আমি রাজধানীর ইন্দিরা রোড এলাকায় থাকি। বেশ কিছুদিন ধরে দেখছি এই এলাকার বর্জ্য ব্যবস্থাপনার সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে (এসটিএস) তালা ঝুলছে।
এসটিএস বন্ধ থাকার ফলে ময়লার কন্টেইনারগুলো রাস্তায় পড়েছিল। আমি দাঁড়িয়ে দেখছিলাম, ভ্যানে করে পরিচ্ছন্নতাকর্মীরা বাসা-বাড়ি থেকে যে ময়লা সংগ্রহ করে আনছেন তা রাখা হচ্ছে রাস্তায় কিংবা রাস্তায় রাখা এসব কন্টেইনারে। কিন্তু সেখান থেকে সরিয়ে নেওয়ার পরবর্তী ধাপটি মূলত বন্ধ ছিল।
এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে পথচারীরা। তারা এর পাশ দিয়ে হাঁটার সময় নাক-মুখ চেপে ধরে হাঁটছে।
রাজধানীর বাসিন্দাদের এমনিতেই বায়ুদূষণের বিরুদ্ধে লড়াই করে বাঁচতে হয়। তার সঙ্গে যখন আবর্জনার দুর্গন্ধ যোগ হয় তখন তাদের জীবন স্বাভাবিকভাবেই আরও বিপর্যস্ত হয়ে উঠে।
আমি যে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনটির কথা বলেছি তার খুব কাছেই একটি হাসপাতাল রয়েছে। আছে শিশুদের একটি স্কুল ও একটি খেলার মাঠ। এই স্কুলের শিশু শিক্ষার্থী ও খেলার মাঠে খেলতে আসা কিশোর তরুণদের কাছে বিষয়টি কতটা অস্বস্থিকর হতে পারে তা কি ভাবা যায়?
আমার দেখা বর্জ্য অব্যবস্থাপনার আরেকটা উদাহরণ দেই। ইন্দিরা রোড ধরে সংসদ ভবনের দিকে এগিয়ে গেলে সংসদ ভবনের বিপরীতে অভিজাত এলাকা বলে পরিচিত ‘ন্যাম ভিলেজ’ এর অবস্থান। এর সামনেই বড় রাস্তায় খোলা অবস্থায় বাসা-বাড়ির বর্জ্য পড়ে থাকতেও দেখা যায় অনেক সময়।
আমি ইন্দিরা রোডের পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে কথা বলেছিলাম। তাদের একজন জানালেন, এসটিএস-এর ভেতরে মেরামতের কাজ চলছে। তাই ভ্যানে করে বাসা-বাড়ি থেকে সংগ্রহ করা প্রতিদিনের বর্জ্য রাস্তায় রাখা কন্টেনারে ফেলা হচ্ছে।
ইন্দিরা রোডে এসটিএস-এর বাইরে ময়লা ফেলার কারণটি জানা গেলও ন্যাম ভিলেজের সামনে ময়লা ফেলার কারণটি জানতে পারিনি।
এ নিয়ে আরেক পরিচ্ছন্নতাকর্মীর কাছে জানতে চাইলে তিনি বললেন,"ঐইডা বড়লোকের এরিয়া,ওনারাই ভালো জানে।"
নাসার ওয়েবসাইট থেকে জানা যায়, একিউআই এর মান ৫০ বা তার নিচে হলে তাকে ভাল মানের বাতাস বলা যায়। একিউআই মান ৫১ থেকে ১০০ এর মধ্যে হলে তাকে বলা হয় মধ্যম মানের আর ১০১ থেকে দেড়শর মধ্যে থাকলে তাকে বলা হয় অস্বাস্থ্যকর।
খবরের কাগজে পড়েছি, গেল বছর ঢাকার গড় একিউআইয়ের মান ছিল একশর বেশি। যার অর্থ ঢাকায় বাতাসের মান বছরজুড়ে কখনো স্বাস্থ্যকর ছিল না। এমন পরিস্থিতিতে বর্জ্যের অব্যবস্থাপনা বায়ুদূষণের মাত্রা বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে দায়ী নয়?
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।