হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমদ্দার হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের পর্যাপ্ত লোকবল নেই। এত শিশু রোগীর চাপ সামাল দিতে আমরা হিমশিম খাচ্ছি।”
Published : 10 Nov 2024, 06:24 PM
বাগেরহাটে ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্সের (এনসিটিএফ) সদস্যরা ২৫০ শয্যা জেলা হাসপাতালের শিশু ওয়ার্ড পরিদর্শন করেছে।
শুক্রবার পরিদর্শনের পর তারা জানায়, ৪০ শয্যার ওয়ার্ডে ভর্তি আছে ৮০ জন শিশু। সেখানে গত মাসে একদিনে ১২০ জন পর্যন্ত শিশু ভর্তি ছিল। এত বেশি রোগীর চাপে নানা সমস্যা দেখা দিচ্ছে।
এ প্রসঙ্গে জেলা এনসিটিএফের সাধারণ সম্পাদক মাইনিন ইসলাম বলে, “আমরা হাসপাতালের সমস্যা সম্পর্কে প্রশাসনকে জানাব এবং তাদের সহযোগিতায় সমস্যাগুলো সমাধানে কাজ করব।”
হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমদ্দার হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের পর্যাপ্ত লোকবল নেই। এত শিশু রোগীর চাপ সামাল দিতে আমরা হিমশিম খাচ্ছি।”
শিশু অধিকার পরিস্থিতি পর্যবেক্ষণের ধারাবাহিকতায় এই হাসপাতাল পরিদর্শনে এসেছে বলে জানায় এনসিটিএফের সদস্যরা। এর ফলে হাসপাতালের অবস্থা কিছুটা হলেও পরিবর্তন হবে বলে আশাবাদী তারা।
প্রতিবেদকের বয়স: ১২। জেলা: বাগেরহাট।