জেলা শহরের এসি লাহা মিলনায়তনে ‘অসাম্প্রদায়িক চেতনা ও নজরুল’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে জেলা শিল্পকলা একাডেমি ও জেলা প্রশাসন।
Published : 26 May 2024, 09:33 PM
বাগেরহাটে নানা আয়োজনে নজরুল জয়ন্তী উদযাপন করা হয়েছে।
জেলা শহরের এসি লাহা মিলনায়তনে ‘অসাম্প্রদায়িক চেতনা ও নজরুল’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে জেলা শিল্পকলা একাডেমি ও জেলা প্রশাসন।
এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক অরবিন্দ বিশ্বাস।
অনুষ্ঠানে অন্যদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মো. রফিকুল ইসলাম।
সাংস্কৃতিক পরিবেশনার পর পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: বাগেরহাট।