দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৩ সালে তারামন বিবি ‘বীরপ্রতীক’ খেতাব লাভ করেন।
Published : 26 Mar 2023, 05:01 AM
স্বাধীনতা যুদ্ধে অস্ত্র হাতে যারা যুদ্ধ করেছেন তাদের মতো মুক্তিযুদ্ধের পক্ষে যারা কাজ করেছেন তারাও মুক্তিযোদ্ধা।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নারী-পুরুষসহ সকল শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছেন। নারীদের মধ্যে যারা মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে বীরত্ব ও গৌরবগাঁথা অর্জন করেছেন তাদের মধ্যে একজন তারামন বিবি।
তারামন বিবি যখন মুক্তিযুদ্ধে অংশ নেন তখন তিনি ১৪ বছরের একজন কিশোরী মাত্র। প্রথমে মুক্তিযোদ্ধা ক্যাম্পাসের রান্না-বান্নার দায়িত্ব পান তিনি। কিন্তু তার অদম্য মনোবল দেখে মুক্তিযোদ্ধারা তাকে অস্ত্র পরিচালনার প্রশিক্ষণ দেন।
তারামন বিবি ছদ্মবেশ ধারণ করে মিলিটারি ক্যাম্পের খবরাখবর সংগ্রহ করতেন। তারপর সে খবর মুক্তিযোদ্ধাদের কাছে পৌঁছে দিতেন। শত্রুসেনার খবর সংগ্রহ করতে তারামন বিবিকে কখনো কখনো সাঁতরে বা কলাগাছের ভেলায় চড়ে নদী পাড়ি দিতে হতো।
এ কাজের জন্য তিনি কখনো বোবা সেজেছেন, কখনো গায়ে কাদামাটি, কালি, চক বা মানুষের বিষ্ঠাও গায়ে লাগিয়ে পাগল সেজে ঘুরেছেন।
দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৩ সালে তারামন বিবি ‘বীরপ্রতীক’ খেতাব লাভ করেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য ‘বীরপ্রতীক’ খেতাবপ্রাপ্ত দু'জন নারীর মধ্যে তিনি একজন।
২০১৮ সালের পহেলা ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের অদম্য কিশোরী তারামন বিবি ৬২ বছর বয়সে মারা যান।তারামন বিবির সাহসিকতা ও অবদানের গল্প এদেশের মানুষ যুগ যুগ ধরে মনে রাখবে।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: ঢাকা।