মেডিকেলে ভর্তি পরীক্ষায় পাস নম্বর বাড়ছে

মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষায় পাস নম্বর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2014, 04:31 PM
Updated : 1 July 2014, 04:31 PM

স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল শিক্ষা বিষয়ক পরিচালক অধ্যাপক এবিএম আব্দুল হান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় পাস নম্বর ২০ থেকে বাড়িয়ে ৪০ করা হয়েছে এবং এ বছর থেকেই তা কার্যকর হবে।

তবে ভর্তি পরীক্ষা এবং এসএসসি ও এইচএসসির ফল মিলিয়ে মোট স্কোর ২০০-এর মধ্যে ন্যূনতম স্কোর আগের ১২০ থাকছে।

ভর্তি ব্যবস্থায় পরীক্ষার্থীরা ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় অংশ নেয়। অন্যদিকে এসএসসি ও এইচএসসির জিপিএর ভিত্তিতে বাকি ১০০ নির্ধারিত হয়।

মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে একটি বৈঠকে ভর্তি পরীক্ষায় পাস নম্বর বাড়ানোর সিদ্ধান্ত হয় বলে অধ্যাপক হান্নান জানান।

বৈঠকে বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি ফি নির্ধারণেও একটি কমিটি গঠন করা হয়।

গত বছরও স্বাস্থ্য মন্ত্রণালয় কোনো মেডিকেল/ ডেন্টাল কলেজে ভর্তির ক্ষেত্রে পরীক্ষায় ন্যূনতম ৪০ নম্বর পাওয়ার বাধ্যবাধকতা নির্ধারণের উদ্যোগ নেয়। তবে বেসরকারি মেডিকেল কলেজের মালিকদের চাপে পরে সে সিদ্ধান্ত থেকে পিছু হটে মন্ত্রণালয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ও ভর্তি পরীক্ষায় পাসের জন্য ন্যূনতম ৪০ নম্বর নির্ধারণের পক্ষে মত দিয়েছে।

বর্তমানে সারা দেশে ২৩টি সরকারি এবং ৫৫টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে।

অন্যদিকে একটি সরকারি ডেন্টাল কলেজ, নয়টি সরকারি ডেন্টাল ইউনিট ও ১৮টি বেসরকারি ডেন্টাল কলেজসহ মোট ২৮টি ডেন্টাল কলেজ ও ইউনিটে পাঠদান চলছে।