টাকা খরচে ব্যর্থতার দায় স্বাস্থ্যের নয়, দাবি মন্ত্রীর
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Jun 2022 07:18 PM BdST Updated: 15 Jun 2022 07:18 PM BdST
স্বাস্থ্য মন্ত্রণালয় ‘পরিমাণমত‘ বরাদ্দ পেলেও সময়মত তা খরচ করতে না পারার বিষয়টি স্বীকার করে সেজন্য সহযোগী সরকরি সংস্থাগুলোর কাজের ‘ধীরগতিকে’ দায়ী করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্য অধিদপ্তরে বুধবার বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম আয়োজিত ‘কেমন হল স্বাস্থ্য বাজেট ২০২২-২৩’ অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
গত বছর স্বাস্থ্য খাতে যে বরাদ্দ দেওয়া হয়েছিল, এর ৪১ শতাংশ ব্যয় করে বাকিটা ফেরত দিয়েছে মন্ত্রণালয়। আগের বছরগুলোর বাজেট বাস্তবায়নের চিত্রও খুব একটা ভালো নয়।
জাহিদ মালেক বলেন, “স্বাস্থ্যখাতে পরিমাণমত বরাদ্দ আসে, কিন্তু অনেকের অভিযোগ আছে সক্ষমতার অভাবে তার অধিকাংশই মন্ত্রণালয় খরচ করতে পারে না।”
এ ধরনের অভিযোগ অস্বীকার করে মন্ত্রী দাবি করেন, তার মন্ত্রণালয়ের সক্ষমতা থাকলেও সহযোগী অন্য সংস্থাগুলোর কারণে লক্ষ্য পূরণ সম্ভব হয় না।
“বরাবরই আমাদেরকে বলা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয় বাজেট বাস্তবায়নে স্লো। কিন্তু আমরা আসলে পারিপার্শ্বিকতার শিকার। অধিকাংশ ক্ষেত্রেই আমাদের কিছু করার থাকে না।
“আমাদের বেশিরভাগ কাজ পিডব্লিউডি করে থাকে, তারা অনেক স্লো কাজ করে। তারা তো স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে নয়, যে কারণে সেখানে আমাদের কোনো হাত নেই।”
উদাহরণ হিসেবে মন্ত্রী বলেন, গত বছর চারটি মেডিকেল কলেজের কাজের মধ্যে তিনটির দরপত্র আহ্বান করার পরও কাজ এগিয়ে নেওয়া যায়নি। এছাড়া যে কোনো খরচের জন্য সবার আগে অর্থ মন্ত্রণালয় থেকে ছাড়পত্র আনতে হয়, সেখানে অনেক সময় লাগে।
চলতি অর্থবছরে স্বাস্থ্যখাত বরাদ্দ পেয়েছে ৩৬ হাজার ৮৬৪ কোটি টাকা যা এবারের জাতীয় বাজেটের ৫ দশমিক ৪ শতাংশ।
জাহিদ মালেক বলেন, “বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ গত বছরের তুলনায় কম বেড়েছে। গত অর্থবছরে বাজেট বেড়েছিল ১৪ শতাংশ। এই বাজেটে বেড়েছে ১২ শতাংশের কিছু বেশি।
স্বাস্থ্য বাজেটের স্বাস্থ্য নিয়ে হতাশা
“আমরা আশা করি বাজেটে স্বাস্থ্যে বরাদ্দ গতবছরের সমান বা তার চেয়ে বাড়ানো উচিত।”
গত বছর স্বাস্থ্য খাতে যে বরাদ্দ দেওয়া হয়েছিল, এর ৪১ শতাংশ ব্যয় করে বাকিটা ফেরত দিয়েছে মন্ত্রণালয়।
অন্যদের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির, পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শামিউল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আব্দুল হামিদ, হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি রাশেদ রাব্বি অনুষ্ঠানে বক্তব্য দেন।
-
মসজিদেও পরতে হবে মাস্ক, কাতারে থাকবে দূরত্ব
-
আগামীতে বিদেশগামী শ্রমিকদের ‘খাওয়ানো হবে কলেরার টিকা’
-
করোনাভাইরাসের নতুন ধরন ফাঁকি দিচ্ছে টিকার প্রতিরক্ষা: গবেষণা
-
শিক্ষা প্রতিষ্ঠানে মাস্ক পরার নির্দেশ
-
ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগী শনাক্ত যশোরে
-
জলবায়ু পরিবর্তনের চরম ঝুঁকিতে শিশুরা: গবেষণা
-
টাকা খরচে ব্যর্থতার দায় স্বাস্থ্যের নয়, দাবি মন্ত্রীর
-
স্বাস্থ্য গবেষণায় ১০ নারী পেলেন মুজিব শতবর্ষের অনুদান
-
কোভিড: মসজিদেও পরতে হবে মাস্ক, কাতারে থাকবে দূরত্ব
-
মহামারীর ‘চতুর্থ ঢেউয়ে’ বাংলাদেশ, মাস্ক ছাড়া যাবে না: ডা. আব্দুল্লাহ
-
আগামীতে বিদেশগামী শ্রমিকদের ‘খাওয়ানো হবে কলেরার টিকা’
-
করোনাভাইরাসের নতুন ধরন ফাঁকি দিচ্ছে টিকার প্রতিরক্ষা: গবেষণা
-
শিক্ষা প্রতিষ্ঠানে মাস্ক পরার নির্দেশ
-
জলবায়ু পরিবর্তনের চরম ঝুঁকিতে শিশুরা: গবেষণা
সর্বাধিক পঠিত
- পদ্মা সেতু: ফাঁকা ফেরি ঘাটের সুবিধা নিতে চায় ঝিনাইদহ
- আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়েন মর্গ্যান
- হুডার বিধ্বংসী সেঞ্চুরি, জুটির বিশ্ব রেকর্ড
- শারীরিক সম্পর্কও যখন ক্লান্তিকর
- পাকিস্তান ম্যাচ দিয়ে নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ শুরু বাংলাদেশের
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জগন্নাথ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
- বাইক বন্ধের পর টোল আদায় কমেছে পদ্মা সেতুতে
- ফেইসবুকে বাঙালি শিক্ষার্থী, বেতন পৌনে ২ কোটি রুপি
- কোভিড: সংক্রমণ বাড়ছে মাস্ক পরা বাধ্যতামূলক, মানতে হবে বিধিনিষেধ
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?