ডায়রিয়া পরিস্থিতির উন্নতি নেই
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Apr 2022 08:18 PM BdST Updated: 12 Apr 2022 08:18 PM BdST
মার্চের মাঝামাঝি রাজধানী ও আশপাশের এলাকায় ডায়রিয়ার যে প্রাদুর্ভাব শুরু হয়েছিল, এক মাসেও তার খুব বেশি উন্নতি হয়নি।
ঢাকার আইসিডিডিআর,বি কলেরা হাসপাতালের চিকিৎসকরা জানাচ্ছেন, গত তিন দিনে তাদের হাসপাতালে রোগীর সংখ্যা কিছুটা কমেছে। তারপরও প্রতিদিন ১২ শর বেশি রোগী ভর্তি হচ্ছেন।
মঙ্গলবার রাজধানীর ডেমরা এলাকা থেকে ডায়রিয়া নিয়ে আসা এক তরুণের মৃত্যু হয়েছে আইসিডিডিআর,বির নিবিড় পরিচর্যা কেন্দ্রে।
বিশেষায়িত এ হাসপাতালের তথ্যে দেখা যাচ্ছে, গত মার্চ মাসে সব মিলিয়ে সেখানে ৩০ হাজার ৩৭২ জন রোগী ভর্তি হয়েছিলেন। তাদের বেশিরভাগই হাসপাতালে যান মাসের শেষ দুই সপ্তাহে।
আর গত ১ এপ্রিল থেকে মঙ্গলবার পর্যন্ত আইসিডিডিআর,বিতে ১৪ হাজার ২৬২ জন রোগী ভর্তি হয়েছেন। অর্থাৎ দৈনিক গড়ে ভর্তি হয়েছে ১ হাজার ২৯৬ জনের বেশি রোগী।

নারায়ণগঞ্জের দেওভোগের বাসিন্দা মোমিন এবং তার মা জুলেখা দুজনই ডায়রিয়া আক্রান্ত হয়ে ঢাকার এ হাসপাতালে ভর্তি হয়েছেন।
মোমন জানান, সোমবার ভোররাত থেকে তার পাতলা পায়খানা শুরু হয়। স্থানীয় চিকিৎসকের কাছ থেকে ওষুধ খেয়েছিলেন তিনি। কিন্তু সারেনি। মঙ্গলবার সকাল থেকে তার মায়েও পাতলা পায়খানা ও বমি শুরু হয়।
“মায়ের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। অনেক বমি করছে। এজন্য হাসপাতালে আইসা পড়ছি।”
ডায়রিয়া থেকে বাঁচতে আইসিডিডিআর,বির পরামর্শ
ডায়রিয়ার প্রকোপ: বাইরের খাবার ও পানি পানেই আক্রান্ত বেশি
ঢাকার নতুন বাজার এলাকার ১২ বছর বয়সী তোফাজ্জলকে নিয়ে এসেছেন তার মা রিনা বেগম। রিনা জানান, সোমবার হাসপাতালে ভর্তির পর মঙ্গলবার সকালে ছাড়া পেয়েছিলেন। তবে বাসায় যাওয়ার পর আবার শুরু হয়েছে পাতলা পায়খানা। সে কারণে আবার তাদের হাসপাতালে আসতে হয়েছে।
অবস্থা গুরুতর হওয়ায় ডায়রিয়া আক্রান্ত কিছু রোগীকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসা দিতে হচ্ছে। মোহাম্মদপুরের আবদুল কুদ্দুসের স্ত্রী নাজমা বেগমও তেমনই একজন।
আবদুল কুদ্দুস বলেন, ডায়রিয়া আক্রান্ত স্ত্রীকে নিয়ে মঙ্গলবার রাতে তিনি এসেছেন আইসিডিডিআরবিতে।
“ইফতার করার পর থেকেই তার পাতলা শুরু হয়েছে। রাতে অবস্থা খারাপ হলে নিয়া আসছি। অবস্থা আরও খারাপ হয়ে যাওয়ায় রাতেই আইসিইউতে দিছে। এখন অবস্থা কিছুটা ভালো।”
আইসিডিডিআর,বির হাসপাতাল প্রধান ডা. বাহারুল আলম মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত তিন দিনে রোগী কিছুটা কম আসছে।
“এটা চৌদ্দশর কাছাকাছি চলে গিয়েছিল, কিছুটা কমেছে। ডায়রিয়ার প্রাদুর্ভাব শুরু হলে ছয় থেকে আট সপ্তাহ থাকে। এ পরিস্থিতি আরও কিছুদিন চলতে পারে।”
মঙ্গলবার দুপুর ২টার দিকে রাজধানীর ডেমরা এলাকা থেকে গুরুতর অবস্থায় এক তরুণকে নিয়ে আসা হয়। আইসিডিডিআর,বির জরুরি বিভাগে আনার পর তার অবস্থা আরও খারাপ হয়ে যায়।
চিকিৎসকরা তাকে দ্রুত নিয়ে যান হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে। সেখানেই দুপুর আড়াইটার দিকে মৃত্যু হয় ওই তরুণের। তবে তার বিস্তারিত পরিচয় জানায়নি আইসিডিডিআর,বি।
ডা. বাহারুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাসপাতালে আনার পর ওই রোগীকে স্যালাইন দেওয়া হয়। এক পর্যায়ে তার শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল, মুখ দিয়ে ফেনা বেরুচ্ছিল।
“আমরা তাকে প্রাথমিক সিপিআর দিয়ে আইসিইউতে নিয়ে গিয়েছি পরবর্তী চিকিৎসা দেওয়ার জন্য। কিন্তু তাকে বাঁচানো যায়নি। সে আসার পর ১৪ মিনিটে আমরা তাকে ৬০০ মিলি লিটার স্যালাইন দিয়েছি। কাজেই হাইপোভলেমিক শকের সম্ভাবনা আমরা দেখি না। তার যে অবস্থা তাতে আমাদের মনে হচ্ছে কার্ডিওজেনিক শক।”
এই চিকিৎসক বলেন, একটানা পাতলা পায়খানা হতে থাকলে শরীরে পানি কমে যায়। পানি কমার সঙ্গে সঙ্গে শরীরে রক্তও কমে যায়। রক্তের পরিমাণ কমে গেলে রক্তের যথেষ্ট প্রবাহ থাকে না। সারা শরীরে, মস্তিষ্কে রক্ত না গেলে রোগী অজ্ঞান হয়ে যাবে, শকে চলে যাবে। এটাকে হাইপোভলেমিক শক বলে।
“এজন্য ডায়রিয়া আক্রান্ত হলে দ্রুত হাসপাতালে আনতে হবে অথবা বাড়িতে খাবার স্যালাইন খাওয়াতে হবে।”
-
গায়ে হঠাৎ ফুসকুড়ি? মাঙ্কিপক্স না অন্যকিছু?
-
মাঙ্কিপক্স: কতটা দুশ্চিন্তার?
-
মাঙ্কিপক্স ছড়িয়েছে ১২ দেশে, ছড়াতে পারে আরও
-
মাঙ্কিপক্স: দেশের সব বন্দরে সতর্কতা
-
চন্দ্রিমা উদ্যানে ৬ মাসব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্প শুরু
-
কোভিড মোকাবেলার সাফল্যে বাংলাদেশ বিশ্বে পঞ্চম: স্বাস্থ্যমন্ত্রী
-
স্বাস্থ্যসেবার উন্নয়নে বিশ্ব ব্যাংক ১ বিলিয়ন ডলার দিচ্ছে: মন্ত্রিপরিষদ সচিব
-
এনসিডি কর্নার দিচ্ছে চিকিৎসা, সঙ্গে ভরসা
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- এগিয়ে আসছে রুশ বাহিনী, পূর্বাঞ্চল ছাড়তে পারে ইউক্রেইনীয় সেনারা
- বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
- টিভি সূচি (শনিবার, ২৮ মে ২০২২)
- ‘৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’
- ‘ব্যালন ডি’অর জিততে মেসি-রোনালদো হও, নয়তো চ্যাম্পিয়ন্স লিগ জেতো’
- অবিশ্বাস্য পথচলা শেষে শিরোপা হাসি রিয়ালেরই
- ইউক্রেইনের ‘শত্রু’ তালিকায় উঠল কিসিঞ্জারের নাম
- রিয়াল-লিভারপুলের ব্রাজিলিয়ানদের লড়াইয়ে রোমাঞ্চিত পেলে