হাসপাতালে ভর্তি ৮৫ শতাংশই টিকা না নেওয়া: স্বাস্থ্যমন্ত্রী
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Jan 2022 08:35 PM BdST Updated: 25 Jan 2022 08:39 PM BdST
-
ঢাকার মহাখালীর ডিএনসিসি কোভিড হাসপাতালে মঙ্গলবার করোনাভাইরাসের টিকা নিতে আসা মানুষের লাইন। ছবি: আসিফ মাহমুদ অভি
-
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ফাইল ছবি
দেশে কোভিড আক্রান্ত হয়ে যারা হাসপাতালে আসছেন তাদের মধ্যে ৮৫ শতাংশই করোনাভাইরাসের টিকা নেননি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
মঙ্গলবার বেসরকারি মেডিকল কলেজ ও হাসপাতাল মালিকদের সঙ্গে ভার্চুয়াল আলোচনাসভায় তিনি জানান, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের তথ্য যাচাই করে এ চিত্র পেয়েছে স্বাস্থ্য বিভাগ।
“আমরা হিসাব করে দেখেছি, আক্রান্ত হয়ে যারা হাসপাতালে আসছেন তাদের খোঁজখবর নিয়ে দেখা গেছে, তাদের ৮৫ শতাংশই টিকা নেননি। যারা মারা গেছেন তাদেরও বেশিরভাগ টিকা নেননি।”
মঙ্গলবার পর্যন্ত দেশে কোভিড শনাক্ত হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ১৫ হাজার ৯৯৭ জন। এর মধ্যে গত ১৩ দিনে আক্রান্ত হয়েছেন ১ লাখের বেশি মানুষ।
বর্তমানে চিকিৎসাধীন আছেন এক লাখ ২৮ হাজারের বেশি রোগী। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৮ হাজার ২৫৬ জনের।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া হিসাব অনুযায়ী, কোভিড আক্রান্ত হয়ে এক সপ্তাহে যে ৭৯ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ৫১ জন করোনাভাইরাসের টিকা নেননি। অর্থাৎ ৬৪ শতাংশের বেশি ছিলেন টিকা না নেওয়া।
করোনাভাইরাস শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে কত শতাংশ টিকা নেননি সে তথ্য এখনও পর্যন্ত জানায়নি স্বাস্থ্য অধিদপ্তর।
করোনাভাইরাসের অতিসংক্রামক ধরন ওমিক্রনের বিস্তার ঠেকাতে হাসপাতালগুলোর প্রস্তুতির তথ্য তুলে ধরে সংক্রমণ বেড়ে যাওয়ার পেছনে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে সাধারণের ‘অনীহাকে’ দায়ী করেন স্বাস্থ্য মন্ত্রী।
“মানুষের অতি আত্মবিশ্বাসের কারণেই করোনাভাইরাস সংক্রমণ আবার বেড়েছে। লাখ লাখ লোক কক্সবাজারের গেছে, কেউ মাস্ক পরছে না। পরিবহনে যাতায়াতের সময় কেউ মাস্ক পরছে না, বাণিজ্যমেলা হচ্ছে সেখানেও কেউ মাস্ক পরছে না।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ফাইল ছবি
জাহিদ মালেক জানান, ওমিক্রনে আক্রান্ত হলে এর লক্ষণ ও উপসর্গ ‘মৃদু’ থেকে ‘মাঝারি’ মাত্রার দেখা যায়। তবে ভাইরাসের এই ধরনটি দ্রুত ছড়াচ্ছে বলে মৃত্যুর হার বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
কোভিড আক্রান্তদের চিকিৎসায় সরকারি হাসপাতালগুলো প্রস্তত রয়েছে জানিয়ে বেসরকারি হাসপাতালগুলোকেও সংক্রমণ ঠেকাতে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “রাজধানীতে সরকারি যে হাসপাতাল আছে, সেগুলোর ২৫ শতাংশ শয্যা ভরে গেছে। এভাবে সংক্রমণ বাড়তে থাকলে ধীরে ধীরে বেডের চাহিদা বাড়বে।
“আগেও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক মালিকরা যেভাবে এগিয়ে এসেছিলো, আশা করি এবারও আপনার আগেরবারের মত করবেন।”
বাংলাদেশ প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মুবিন খানের সভাপতিত্বে সভায় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব আনোয়ার হোসেন খান, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব সাইফুল ইসলাম বাদল, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব নাজমুল হাসান, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এনায়েত হোসেন,স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. আহমেদুল কবীর বক্তব্য রাখেন।
আরও পড়ুন
কোভিড: দ্বিতীয় সর্বোচ্চ দৈনিক শনাক্ত, দেশে আক্রান্ত ছাড়াল ১৭ লাখ
এক সপ্তাহে কোভিড রোগী বেড়েছে ১৮১%
দেশে ওমিক্রনের রোগীদের প্রধান উপসর্গ নাক দিয়ে জল গড়ানো
সোমবার থেকে অফিস চলবে অর্ধেক জনবলে, নির্দেশ সরকারের
-
মাঙ্কিপক্স: কতটা দুশ্চিন্তার?
-
মাঙ্কিপক্স ছড়িয়েছে ১২ দেশে, ছড়াতে পারে আরও
-
মাঙ্কিপক্স: দেশের সব বন্দরে সতর্কতা
-
চন্দ্রিমা উদ্যানে ৬ মাসব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্প শুরু
-
কোভিড মোকাবেলার সাফল্যে বাংলাদেশ বিশ্বে পঞ্চম: স্বাস্থ্যমন্ত্রী
-
স্বাস্থ্যসেবার উন্নয়নে বিশ্ব ব্যাংক ১ বিলিয়ন ডলার দিচ্ছে: মন্ত্রিপরিষদ সচিব
-
এনসিডি কর্নার দিচ্ছে চিকিৎসা, সঙ্গে ভরসা
-
মেরুদণ্ডের রোগ বাড়ছে দুর্ঘটনায়, প্রশিক্ষিত চিকিৎসক তৈরির তাগিদ
-
মাঙ্কিপক্স: কতটা দুশ্চিন্তার?
-
মাঙ্কিপক্স ছড়িয়েছে ১২ দেশে, ছড়াতে পারে আরও
-
মাঙ্কিপক্স: দেশের সব বন্দরে সতর্কতা
-
চন্দ্রিমা উদ্যানে ৬ মাসব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্প শুরু
-
কোভিড মোকাবেলার সাফল্যে বাংলাদেশ বিশ্বে পঞ্চম: স্বাস্থ্যমন্ত্রী
-
স্বাস্থ্যসেবার উন্নয়নে বিশ্ব ব্যাংক ১ বিলিয়ন ডলার দিচ্ছে: মন্ত্রিপরিষদ সচিব
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- মিলার ঝড়ে ফাইনালে গুজরাট টাইটান্স
- ‘ভিউ’ বাড়াতে আমার মৃত্যুর গুজব ছড়াচ্ছে: হানিফ সংকেত
- বাড়ি থেকে পালিয়ে ১২ বছর লুকিয়ে থাকার এক গল্প