ফ্রান্স দিল আরও ২১ লাখ কোভিড টিকা

করোনাভাইরাস মোকাবেলায় উপহার হিসেবে বাংলাদেশকে আরও ২১ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা পাঠিয়েছে ফ্রান্স।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Jan 2022, 10:46 AM
Updated : 25 Jan 2022, 10:46 AM

সোমবার রাতে এমিরেটসের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার ওই চালান পৌঁছায় বলে ঢাকায় ফ্রান্স দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভ্যাক্স কর্মসূচির আওতায় বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকার তৈরি এই ২১ লাখ ২৬ হাজার ১০০ ডোজ কোভিড টিকা দেওয়া হয়েছে।

গেল নভেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্রান্স সফরের সময় টিকা উপহারের ঘোষণা দিয়েছিল দেশটির সরকার। এরপর ২৯ নভেম্বর ২০ লাখ ৬ হাজার ৪০০ ডোজ টিকা বাংলাদেশের কাছে পাঠায় ফ্রান্স।

পরদিন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের হাতে টিকা তুলে দেন ঢাকায় ফরাসি রাষ্ট্রদূত জ্যাঁ মারিও সুশো। তারপর ১৯ ডিসেম্বর দ্বিতীয় চালানে ঢাকায় আসে আরও ১১ লাখ ৯৭ হাজার ৬০০ ডোজ টিকা।

সব মিলিয়ে কোভ্যাক্স কর্মসূচির আওতায় বাংলাদেশকে ৫৩ লাখ ৮০ হাজার অ্যাস্ট্রাজেনেকা টিকা দিল ফ্রান্স।

মহামারীতে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে টিকাদানের লক্ষ্যমাত্রা পূরণে সহযোগিতার অংশ হিসেবে ফ্রান্স সরকার টিকা উপহার কর্মসূচি চালিয়ে যাচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।