মৃগী রোগের চিকিৎসায় ইনস্টিটিউট হবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশের মৃগী রোগের চিকিৎসায় আধুনিক মানের ইনস্টিটিউট গড়ে তোলা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2021, 07:55 PM
Updated : 24 Nov 2021, 07:55 PM

বুধবার ঢাকার একটি হোটেলে মৃগীরোগ চিকিৎসায় তৈরি গাইডলাইন উদ্বোধনে গিয়ে তিনি একথা জানান।

মন্ত্রী বলেন, “দেশে মৃগী রোগ নিয়ে এক সময় অনেক ভুল ধারণা ছিল। আক্রান্তদের বলা হত ভুতে ধরেছে। কিন্তু এটা ভুল ধারণা। গর্ভবতী মা যদি আঘাত পান বা প্রসবের সময় মায়ের অক্সিজেন স্বল্পতা দেখা দেয় তবে নবজাতকের মাঝে বা শিশুর মাঝে মৃগীরোগের সমস্যা দেখা দিতে পারে।”

অনুষ্ঠানে জানানো হয়, বিশ্বের প্রায় পাঁচ কোটি লোক মৃগী রোগে আক্রান্ত। এদের প্রায় ৮০ শতাংশই উন্নয়নশীল, দরিদ্র, মধ্যম আয়ের দেশের। বাংলাদেশে এই সংখ্যা প্রতি হাজারে প্রায় ৮ দশমিক ৪ জন, অর্থাৎ দেশে প্রায় পৌনে ১৪ লাখ মানুষ মৃগী রোগে আক্রান্ত।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সঠিকভাবে রোগ নির্ণয় এবং চিকিৎসা নিলে ৭০ ভাগ মৃগী রোগী ভালো থাকে।

মৃগীরোগীদের সহানুভূতির সাথে চিকিৎসা সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

তিনি বলেন, বিএসএমএমইউর নিউরোলজি বিভাগ, শিশু নিউরোলজি বিভাগ, ইপনা মৃগী রোগীদের চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এই রোগের চিকিৎসার বিষয়ে সুযোগসুবিধা আরও বাড়ানো হবে।

সোসাইটি অফ নিউরোলজিস্ট বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. ফিরোজ আহমেদ কোরাইশী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নিউরোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. এবিএম খুরশীদ আলম, বিসিপিএসের সভাপতি অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ,বিএসএমএমইউর নিউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আবু নাসার রিজভী।