ডেঙ্গু: এক দিনে আরও ১৮২ জন হাসপাতালে

দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ১৮২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে, যা নিয়ে চলতি বছর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর সংখ্যা ২০ হাজার ৫১৮ হল।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Oct 2021, 02:08 PM
Updated : 12 Oct 2021, 02:08 PM

গত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত দুজনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর এখন পর্যন্ত ১৯ হাজার ৫২২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। হাসপাতালে ভর্তি আছে ৭৪২ জন।

করোনাভাইরাস মহামারীর মধ্যে রাজধানীবাসীকে বেশ ভোগাচ্ছে ডেঙ্গু। মশাবাহিত এ রোগের মৌসুমের শুরু থেকেই আক্রান্তের সংখ্যা বাড়ছে।

এর মধ্যে বিশ্ব ব্যাংকের এক গবেষণা আরও ভয় জাগাচ্ছে। ৭ অক্টোবর প্রকাশিত উন্নয়ন সহযোগী সংস্থাটির গবেষণা বলছে, আর্দ্রতা কমে আসার পাশাপাশি তাপমাত্রা ও বৃষ্টিপাতের মাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে ভবিষ্যতে রাজধানী ঢাকায় ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে।

এ বছর মোট ভর্তি রোগীর মধ্যে অগাস্ট ও সেপ্টেম্বর মাসেই ভর্তি হয়েছে ১৫ হাজার ৫৩৯ জন। এ দুই মাসে মারা গেছেন ৫৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে নতুন আক্রান্ত হওয়া ১৮২ জনের ১৪৩ জনই ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরের বিভাগগুলোতে ভর্তি হয়েছেন বাকি ৩৯ জন।

অক্টোবরে মাসের এ পর্যন্ত ২ হাজার ৩২১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে।

গত মাস সেপ্টেম্বরে এ মৌসুমের সর্বোচ্চ ৭ হাজার ৮৪১ জন রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ওই মাসে প্রাণ গেছে ২৩ জনের।

এর আগে অগাস্টজুড়ে ৭ হাজার ৬৯৮ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন এবং মৃত্যু হয়েছে ৩৪ জনের।

২০১৯ সালে বাংলাদেশে ডেঙ্গু মারাত্মক আকার ধারণ করায় এক লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছিলেন। ওই বছরই সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছিল এ ভাইরাস জ্বরে।

সে বছর বিভিন্ন হাসপাতাল থেকে আসা ২৬৬টি মৃত্যু পর্যালোচনা করে ১৪৮ জনের ডেঙ্গুতে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছিল আইইডিসিআর।

পরের বছর ২০২০ সালে তা অনেকটা কমে আসে; হাসপাতালগুলোতে ভর্তি হয় ১ হাজার ৪০৫ জন ডেঙ্গু রোগী।