ডেঙ্গুতে একদিনে ৩ মৃত্যু

মাঝে কয়েকদিন এইডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর সংবাদ না এলেও গত ২৪ ঘণ্টায় তিনজন মারা গিয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2021, 01:20 PM
Updated : 14 Sept 2021, 01:20 PM

এনিয়ে চলতি মাসে ১১ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হল।

আর গত একদিনে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৮৮ জন ডেঙ্গু রোগী।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় ২৩২ জন ডেঙ্গু রোগী ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৫৬ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে এইডিস মশাবাহিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ১ হাজার ২৫৬ জন ।

তাদের মধ্যে ঢাকা মহানগরীর বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৬৭ জন এবং অন্যান্য বিভাগে ১৮৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

এখন পর্যন্ত চলতি বছর হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন মোট ১৪ হাজার ৫০৯ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ১৯৬ জন। 

এ মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ১৫৩ জন।

গত অগাস্ট মাসে এই মৌসুমের সর্বোচ্চ ৭ হাজার ৬৯৮ জন রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৪ জনের। 

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে চলতি বছরের প্রথম ৬ মাসে ডেঙ্গুতে কোন রোগীর মৃত্যু হয়নি। তবে জুলাই থেকে রোগী বাড়ায় গত সোয়া দুই মাসেই ৫৭ জন মারা গেলেন ডেঙ্গুতে।